Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ চান্দু স্টেডিয়ামের মালামাল ফিরিয়ে দিলো বিসিবি

বগুড়া জেলা প্রতিনিধি : 

ঢাকায় নিয়ে যাওয়া মালামাল আবারও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১০ এপ্রিল) সকালে তিনটি কাভার্ড ভ্যান বোঝাই মালামাল বুঝে নেন স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান। ১৭ জন স্টাফের মধ্যে একজন বাদে বাকী সবাই আবার যোগদান করেছেন।

এর আগে, রোববার (৯ এপ্রিল) সন্ধ্যার দিকে বিসিবি ঢাকাতে নিয়ে যাওয়া মালামাল আবারও পাঠিয়ে দেয়।

শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জানান, বিসিবি থেকে মালামাল ফিরিয়ে দেওয়ার পাশাপাশি আগের ১৬ কর্মকর্তা-কর্মচারীকে এই ভেন্যুতে পুনর্বহাল করা হয়েছে। শুধু একজন পিচ কিউরেটরকে অন্যত্র বদলি করা হয়েছে। চেনা গ্রাউন্ডে বেশ ফুরফুরে মেজাজে মাঠের পরিচর্যাকারীরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। রোববার রাতেই সবরকম গ্রাউন্ড পরিচর্যার সামগ্রী মাঠে এসেছে। সকাল থেকে সেগুলো বুঝে নিতে বেশ ব্যস্ততা সময় পার করতে হচ্ছে।

জামিল আহমেদ বলেন, এই কয়েকদিনে মাঠের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। পর্যাপ্ত পানি না দেয়ার কারণে এমন হয়েছে। আমরা চেষ্টা করছি মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে আনার। তবে এখানে যেহেতু খেলা চলছে আগামী ১৩ তারিখের আগে মাঠ সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে না।

স্টেডিয়ামের মূল দায়িত্বে থাকা এই কর্মকর্তা আরও বলেন, ঈদের পর বিসিবির পক্ষ থেকে এখানে একটি টিম পরিদর্শনে আসবে। তারা পরিদর্শন শেষে স্টেডিয়াম সংস্কারের কাজের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পাশাপাশি বগুড়ার স্থানীয় খেলোয়াড়দের জন্য আলাদা একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের বিষয়েও উনারা কাজ করবেন।

শহীদ চান্দু স্টেডিয়াম এক সময় ফুটবল স্টেডিয়াম ছিল। ২০০৪ সালে ২১ কোটি টাকা ব্যয়ে সেটিকে ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন এই স্টেডিয়ামটিকে প্রথমে বিসিবি ক্রিকেট ভেন্যু হিসেবে ঘোষণা করে। এরপর ভেন্যুটি রক্ষণাবেক্ষণের জন্য ১৭ জন স্টাফ নিয়োগ দেয়।

২০০৬ সালের ৩০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ঘোষণা করে। পরে সেটি আন্তর্জাতিক টেস্ট ভেন্যুর স্বীকৃতি পায়। তবে ২০০৬ সালের ডিসেম্বরের পর ওই ভেন্যুতে আন্তর্জাতিক আর কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। পরিবর্তে জাতীয় লীগের খেলাগুলো অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে সেখানে স্থানীয় পর্যায়ের খেলা চলতে থাকে।

তবে স্থানীয় পর্যায়ের ক্রিকেট খেলার কারণে জাতীয় লীগের খেলা পরিচালনার সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিসিবি গত ২ মার্চ বগুড়া শহীদ চান্দু ক্রিকেট ভেন্যু বাতিলের ঘোষণা দেয়। একইসঙ্গে ওই ভেন্যু থেকে ম্যানেজারসহ ১৭ স্টাফকে অন্যত্র বদলি করে। এমনকি সরঞ্জামগুলোও সরিয়ে নেয়। এতে ক্রিকেটপ্রেমীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে ৩৮দিন পর নানা জল্পনা-কল্পনার শেষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির ভেন্যু পুনর্বহালের সিদ্ধান্ত হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

শহীদ চান্দু স্টেডিয়ামের মালামাল ফিরিয়ে দিলো বিসিবি

প্রকাশের সময় : ০৭:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

বগুড়া জেলা প্রতিনিধি : 

ঢাকায় নিয়ে যাওয়া মালামাল আবারও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১০ এপ্রিল) সকালে তিনটি কাভার্ড ভ্যান বোঝাই মালামাল বুঝে নেন স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান। ১৭ জন স্টাফের মধ্যে একজন বাদে বাকী সবাই আবার যোগদান করেছেন।

এর আগে, রোববার (৯ এপ্রিল) সন্ধ্যার দিকে বিসিবি ঢাকাতে নিয়ে যাওয়া মালামাল আবারও পাঠিয়ে দেয়।

শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জানান, বিসিবি থেকে মালামাল ফিরিয়ে দেওয়ার পাশাপাশি আগের ১৬ কর্মকর্তা-কর্মচারীকে এই ভেন্যুতে পুনর্বহাল করা হয়েছে। শুধু একজন পিচ কিউরেটরকে অন্যত্র বদলি করা হয়েছে। চেনা গ্রাউন্ডে বেশ ফুরফুরে মেজাজে মাঠের পরিচর্যাকারীরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। রোববার রাতেই সবরকম গ্রাউন্ড পরিচর্যার সামগ্রী মাঠে এসেছে। সকাল থেকে সেগুলো বুঝে নিতে বেশ ব্যস্ততা সময় পার করতে হচ্ছে।

জামিল আহমেদ বলেন, এই কয়েকদিনে মাঠের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। পর্যাপ্ত পানি না দেয়ার কারণে এমন হয়েছে। আমরা চেষ্টা করছি মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে আনার। তবে এখানে যেহেতু খেলা চলছে আগামী ১৩ তারিখের আগে মাঠ সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে না।

স্টেডিয়ামের মূল দায়িত্বে থাকা এই কর্মকর্তা আরও বলেন, ঈদের পর বিসিবির পক্ষ থেকে এখানে একটি টিম পরিদর্শনে আসবে। তারা পরিদর্শন শেষে স্টেডিয়াম সংস্কারের কাজের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পাশাপাশি বগুড়ার স্থানীয় খেলোয়াড়দের জন্য আলাদা একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের বিষয়েও উনারা কাজ করবেন।

শহীদ চান্দু স্টেডিয়াম এক সময় ফুটবল স্টেডিয়াম ছিল। ২০০৪ সালে ২১ কোটি টাকা ব্যয়ে সেটিকে ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন এই স্টেডিয়ামটিকে প্রথমে বিসিবি ক্রিকেট ভেন্যু হিসেবে ঘোষণা করে। এরপর ভেন্যুটি রক্ষণাবেক্ষণের জন্য ১৭ জন স্টাফ নিয়োগ দেয়।

২০০৬ সালের ৩০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ঘোষণা করে। পরে সেটি আন্তর্জাতিক টেস্ট ভেন্যুর স্বীকৃতি পায়। তবে ২০০৬ সালের ডিসেম্বরের পর ওই ভেন্যুতে আন্তর্জাতিক আর কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। পরিবর্তে জাতীয় লীগের খেলাগুলো অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে সেখানে স্থানীয় পর্যায়ের খেলা চলতে থাকে।

তবে স্থানীয় পর্যায়ের ক্রিকেট খেলার কারণে জাতীয় লীগের খেলা পরিচালনার সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিসিবি গত ২ মার্চ বগুড়া শহীদ চান্দু ক্রিকেট ভেন্যু বাতিলের ঘোষণা দেয়। একইসঙ্গে ওই ভেন্যু থেকে ম্যানেজারসহ ১৭ স্টাফকে অন্যত্র বদলি করে। এমনকি সরঞ্জামগুলোও সরিয়ে নেয়। এতে ক্রিকেটপ্রেমীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে ৩৮দিন পর নানা জল্পনা-কল্পনার শেষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির ভেন্যু পুনর্বহালের সিদ্ধান্ত হয়।