Dhaka বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শতাব্দীর ভালো নির্বাচন চাই : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক :

দেশ বর্তমানে নির্বাচনের জোয়ারে আছে বলে মন্তব্য করে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা নির্বাচনের জোয়ারে আছি। আমরা সবাই শতাব্দীর ভালো নির্বাচন চাই।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষ্যে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, আমাদের সামনে যে নির্বাচন ও গণভোটের যে আয়োজন, তা বিশাল কর্মযজ্ঞ। এবং একটি আরেকটির পরিপূরক। গণভোটের যে চারটি প্রশ্নের উপর শুধু একটি উত্তর, সেটি নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। কিন্তু উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারণায় বিশটা ম্যানিফেস্টো থাকে।তার সবগুলোতে একমত হয় না সবাই, তবে সার্বিকভাবে দেখে। গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে আপনারা ভোট দেবেন।

আখতার আহমেদ বলেন, আমাদের সামনে যে নির্বাচন ও গণভোটের যে আয়োজন তা বিশাল কর্মযজ্ঞ। এবং একটি আরেকটির পরিপূরক। গণভোটের যে চারটা প্রশ্নের উপর শুধু একটা উত্তর সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে।কিন্তু উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারণায় ২০টা ম্যানিফেস্টো থাকে। তার সবগুলোতে একমত হয় না সবাই তবে সার্বিকভাবে দেখে। গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে আপনারা ভোট দেবেন।

ইসি সচিব বলেন, সামনে যে নির্বাচন ও গণভোট আয়োজন করা হচ্ছে, তা একটি বৃহৎ কর্মযজ্ঞ, দুটিই পরস্পরের পরিপূরক। গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোটারদের কেবল একটি উত্তর দেওয়ার বিষয়টি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের আলোচনায় উদাহরণ হিসেবে বলা হয়েছিল- রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণায় অনেক ম্যানিফেস্টো দেয়; সবাই সব বিষয়ে একমত না হলেও সার্বিক দৃষ্টিতে তা বিবেচনা করা হয়। গণভোটের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য- পুরো প্যাকেজ দেখে ভোট দিতে হবে।

ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

শতাব্দীর ভালো নির্বাচন চাই : ইসি সচিব

প্রকাশের সময় : ১২:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

দেশ বর্তমানে নির্বাচনের জোয়ারে আছে বলে মন্তব্য করে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা নির্বাচনের জোয়ারে আছি। আমরা সবাই শতাব্দীর ভালো নির্বাচন চাই।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষ্যে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, আমাদের সামনে যে নির্বাচন ও গণভোটের যে আয়োজন, তা বিশাল কর্মযজ্ঞ। এবং একটি আরেকটির পরিপূরক। গণভোটের যে চারটি প্রশ্নের উপর শুধু একটি উত্তর, সেটি নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। কিন্তু উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারণায় বিশটা ম্যানিফেস্টো থাকে।তার সবগুলোতে একমত হয় না সবাই, তবে সার্বিকভাবে দেখে। গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে আপনারা ভোট দেবেন।

আখতার আহমেদ বলেন, আমাদের সামনে যে নির্বাচন ও গণভোটের যে আয়োজন তা বিশাল কর্মযজ্ঞ। এবং একটি আরেকটির পরিপূরক। গণভোটের যে চারটা প্রশ্নের উপর শুধু একটা উত্তর সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে।কিন্তু উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারণায় ২০টা ম্যানিফেস্টো থাকে। তার সবগুলোতে একমত হয় না সবাই তবে সার্বিকভাবে দেখে। গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে আপনারা ভোট দেবেন।

ইসি সচিব বলেন, সামনে যে নির্বাচন ও গণভোট আয়োজন করা হচ্ছে, তা একটি বৃহৎ কর্মযজ্ঞ, দুটিই পরস্পরের পরিপূরক। গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোটারদের কেবল একটি উত্তর দেওয়ার বিষয়টি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের আলোচনায় উদাহরণ হিসেবে বলা হয়েছিল- রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণায় অনেক ম্যানিফেস্টো দেয়; সবাই সব বিষয়ে একমত না হলেও সার্বিক দৃষ্টিতে তা বিবেচনা করা হয়। গণভোটের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য- পুরো প্যাকেজ দেখে ভোট দিতে হবে।

ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।