Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শতভাগ ফিট না হলেও প্রথম ওয়ানডেতে খেলবেন তামিম

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

মাসখানেক ধরেই কোমরের চোটে ভুগছিলেন তামিম ইকবাল। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলতে পারেননি এই ওপেনার। তবে সেই চোট কাটিয়ে ওয়ানডে সিরিজের আগেই অনুশীলনে ফেরেন তিনি। দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও করেছেন। কিন্তু সিরিজ শুরুর একদিন আগে জানালেন পুরো ফিট নন তিনি। ফিটনেসে কিছুটা ঘাটতি থাকলেও প্রথম ওয়ানডেতে খেলবেন, এমনটা নিজেই নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক।

মঙ্গলবার (৪ জুলাই) চট্টগ্রামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের চোট নিয়ে তামিম বলেন, আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়া ভালো।

চোট থেকে সেরে ওঠলেও এখনো শতভাগ ফিট নন জানিয়ে তিনি বলেন, এটা বলব না যে আমি শতভাগ ফিট। কাল খেলার পর আরও ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশা আল্লাহ।

পুরোপুরি সুস্থ না হয়ে আগামীকাল খেলার সিদ্ধান্ত নিলেও দলের জন্য ক্ষতিকর কিছু করবেন না বলে জানান টাইগার ওপেনার। ব্যক্তির চেয়ে দল বড় এমন কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমারও দেখতে হবে আমি মানিয়ে নিতে পারছি কি না। তবে আমি এ রকম কোনো কাজ করব না, যেটায় দল ভুগবে।

তবে তামিম অবশ্য এমন কিছু করতে চান না যাতে দল ভোগে। খেলার সময় যদি নিজেকে ফিট মনে না করেন তাহলে মেডিকেল বিভাগের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন অধিনায়ক।

তামিম বলেন, আমি দেখতে চাই আমি কতটুক মানিয়ে নিতে পারছি, আর পারছি না। কিন্তু আমি এমন কাজ করবো না যেটাতে দল ভুক্তভোগি হয়। আমি সবসময় বলি ব্যক্তি খেলোয়াড় থেকে দল সবেচেয়ে আগে। এখন মনে হচ্ছে আমি আগামীকালের জন্য প্রস্তুত। খেলার সময় যদি অনুভব করি, আমি প্রস্তুত না অথবা ঝুঁকি হতে পারে এরকম কিছু তাহলে আমি ও মেডিকেল বিভাগ মিলে সিদ্ধান্ত নেব। এখন আমি ফিট আগামীকালের জন্য, দেখা যাক কী হয়।

বাংলাদেশ দলের ক্রিকেটাররা আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছেন। কিন্তু তামিম মাঠে এলেও ব্যাটিং, ফিল্ডিং কিছুই করেননি। বুধবার (৫ জুলই) অবশ্য মাঠের মাঝে থ্রো ডাউনের বিপক্ষে মিনিট বিশেক ব্যাটিং করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বুধবার (৫ জুলই) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে সিরিজের একমাত্র টেস্টে ৫৪৬ রানের বড় জয় পায় টাইগাররা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

শতভাগ ফিট না হলেও প্রথম ওয়ানডেতে খেলবেন তামিম

প্রকাশের সময় : ০২:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

মাসখানেক ধরেই কোমরের চোটে ভুগছিলেন তামিম ইকবাল। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলতে পারেননি এই ওপেনার। তবে সেই চোট কাটিয়ে ওয়ানডে সিরিজের আগেই অনুশীলনে ফেরেন তিনি। দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও করেছেন। কিন্তু সিরিজ শুরুর একদিন আগে জানালেন পুরো ফিট নন তিনি। ফিটনেসে কিছুটা ঘাটতি থাকলেও প্রথম ওয়ানডেতে খেলবেন, এমনটা নিজেই নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক।

মঙ্গলবার (৪ জুলাই) চট্টগ্রামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের চোট নিয়ে তামিম বলেন, আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়া ভালো।

চোট থেকে সেরে ওঠলেও এখনো শতভাগ ফিট নন জানিয়ে তিনি বলেন, এটা বলব না যে আমি শতভাগ ফিট। কাল খেলার পর আরও ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশা আল্লাহ।

পুরোপুরি সুস্থ না হয়ে আগামীকাল খেলার সিদ্ধান্ত নিলেও দলের জন্য ক্ষতিকর কিছু করবেন না বলে জানান টাইগার ওপেনার। ব্যক্তির চেয়ে দল বড় এমন কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমারও দেখতে হবে আমি মানিয়ে নিতে পারছি কি না। তবে আমি এ রকম কোনো কাজ করব না, যেটায় দল ভুগবে।

তবে তামিম অবশ্য এমন কিছু করতে চান না যাতে দল ভোগে। খেলার সময় যদি নিজেকে ফিট মনে না করেন তাহলে মেডিকেল বিভাগের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন অধিনায়ক।

তামিম বলেন, আমি দেখতে চাই আমি কতটুক মানিয়ে নিতে পারছি, আর পারছি না। কিন্তু আমি এমন কাজ করবো না যেটাতে দল ভুক্তভোগি হয়। আমি সবসময় বলি ব্যক্তি খেলোয়াড় থেকে দল সবেচেয়ে আগে। এখন মনে হচ্ছে আমি আগামীকালের জন্য প্রস্তুত। খেলার সময় যদি অনুভব করি, আমি প্রস্তুত না অথবা ঝুঁকি হতে পারে এরকম কিছু তাহলে আমি ও মেডিকেল বিভাগ মিলে সিদ্ধান্ত নেব। এখন আমি ফিট আগামীকালের জন্য, দেখা যাক কী হয়।

বাংলাদেশ দলের ক্রিকেটাররা আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছেন। কিন্তু তামিম মাঠে এলেও ব্যাটিং, ফিল্ডিং কিছুই করেননি। বুধবার (৫ জুলই) অবশ্য মাঠের মাঝে থ্রো ডাউনের বিপক্ষে মিনিট বিশেক ব্যাটিং করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বুধবার (৫ জুলই) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে সিরিজের একমাত্র টেস্টে ৫৪৬ রানের বড় জয় পায় টাইগাররা।