গুগলে সার্চ দিলে দেখা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের ভারতীয় ব্যাটসম্যান শুবমান গিলের স্ত্রীর নাম সারা টেন্ডুলকার। তবে এটা মোটেও সত্যি নয়। গুগল ভুলভাবে দেখাচ্ছে এই ফলস লিংক। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা বিয়ে করেননি শুবমানকে।
একটা কারণ রয়েছে এমনটি দেখানোর। শুবমান গিল-সারা টেন্ডুলকারের মাঝে সম্পর্ক রয়েছে বলে ধারণা নেটিজেনদের। গত ২৩শে সেপ্টেম্বর কলকাতা বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের এক মুহূর্তে দারুণ ফিল্ডিং করেন শুবমান গিল।
তার একটি বল বাঁচানোর ছবি অনেকগুলো লাভ ইমোজি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন সারা। এরপরই জল্পনার শুরু।
আরও পড়ুন : করোনাভাইরাসে আক্রান্ত অভিনেত্রী স্পর্শিয়া
নেটিজেনরা বলছেন, সারা-শুবমানের মধ্যে কিছু একটা চলছে। ইন্টারনেটে প্রচুর সার্চ হয়েছে তাদের সম্পর্ক জানার ব্যাপারে। যদিও সম্পর্ক আছে কিনা এ নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি শুবমান-সারা।
কিন্তু গুগল সার্চে ‘শুবমান গিল ওয়াইফ’ লিখলে উঠে আসছে সারা টেন্ডুলকারের নাম! বাগের কারণে এর আগে গুগল আনুশকা শর্মাকে রশিদ খানের স্ত্রী বানিয়ে দিয়েছিল। পরে সেটি সংশোধন করা হয়।