আন্তর্জাতিক ডেস্ক :
ব্রিটেনের পার্লামেন্টে নির্বাচনে জয়ী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) ব্রিটেনের রাজা চার্লস তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
ব্রিটেনে রাজপ্রাসাদ থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাজা চার্লস স্টারমারের সঙ্গে করমর্দন করছেন। এর আগে, রাজা কনজারভেটিভ নেতা ঋষি সুনাকের পদত্যাগ গ্রহণ করেন।
বাকিংহাম প্যালেসের এক বিবৃতি অনুসারে, শুক্রবার কিয়ার স্টারমার রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় রাজা তাকে নতুন প্রশাসন গঠনের অনুরোধ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, স্যার কিয়ার স্টারমার রাজার প্রস্তাব গ্রহণ করেছেন এবং প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারি হিসেবে নিয়োগের পর করমর্দন করেন।
ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্টারমার তার বক্তব্যের শুরুতেই সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী রিশি সুনাককে তার দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।
আর প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার প্রথম ভাষণে স্টারমার বলেছেন, জনগণ সুচিন্তিতভাবে পরিবর্তন এবং জনগণের সেবামূলক রাজনীতির জন্য ভোট দিয়েছে। তবে এই পরিবর্তনের জন্য সময় লাগতে পারে জানিয়ে তিনি বলেন, কোনো দেশকে পরিবর্তন করা সুইচ টেপার মতো বিষয় নয়। এর জন্য সময় প্রয়োজন হবে। তবে পরিবর্তনের জন্য কাজ শুরু করা হবে।
ইটের ওপর ইট তুলে দেশের অবকাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন স্টারমার। নতুন নতুন বিদ্যালয় ও ঘর নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘আমার মতো খেটে খাওয়া পরিবারগুলো যাতে জীবন চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাদের সুস্পষ্ট সমর্থন দিয়েছেন এবং আমরা পরিবর্তনের জন্য একে ব্যবহার করব। রাজনীতিতে সেবা ও সম্মান ফিরিয়ে আনার জন্য। কোলাহলপূর্ণ যুগের অবসান ঘটাতে। আপনার জীবনকে আরও স্বাচ্ছ্যন্দময় করার জন্য। আমাদের দেশকে ঐক্যবদ্ধ করুন।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) যুক্তরাজ্যে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছে লেবার পার্টি। কিয়ের স্টারমার নেতৃত্বাধীন দলটি ৪১২ আসনে জয় নিশ্চিত করেছে। গত নির্বাচনের চেয়ে এবার ২১১টি আসন বেশি পেয়েছে দলটি। অন্যদিকে, বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি হারিয়েছে ২৫০ আসন। নির্বাচনে ঋষি সুনাকের নেতৃত্বে এবার দলটি পেয়েছে ১২১ আসন।