Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : 

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন দেশটির সেনা সদস্যরা।

রোববার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় শনিবার চেক্কার উপকূলে একটি ডুবন্ত রাবারের নৌকা থেকে ২৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা। এই অভিবাসন প্রত্যাশীরা সবাই ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে লেবানন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার এ অভিবাসন প্রত্যাশীরা সবাই সিরিয়ার নাগরিক। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস থেকে তারা ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন। চেক্কা উপকূলের কাছাকাছি আসার পর দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি। সাগরপথে সাইপ্রাস থেকে চেক্কার দূরত্ব ১৭৫ কিলোমিটার।

এ অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারের কয়েক ঘণ্টা পর মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এরই মধ্যে এই চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।

অভিবাসীরা জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন যে তারা সাইপ্রাস হয়ে ইউরোপে পৌঁছানোর জন্য মাথাপিছু ৫ থেকে ৭ হাজার প্রদান করেছে। লেবানন সেনাবাহিনী বলছে তারা এই সপ্তায় সিরিয়া সীমান্তে প্রায় ১ হাজার অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের আটকে দিয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কুষ্টিয়ায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

প্রকাশের সময় : ০১:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন দেশটির সেনা সদস্যরা।

রোববার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় শনিবার চেক্কার উপকূলে একটি ডুবন্ত রাবারের নৌকা থেকে ২৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা। এই অভিবাসন প্রত্যাশীরা সবাই ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে লেবানন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার এ অভিবাসন প্রত্যাশীরা সবাই সিরিয়ার নাগরিক। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস থেকে তারা ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন। চেক্কা উপকূলের কাছাকাছি আসার পর দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি। সাগরপথে সাইপ্রাস থেকে চেক্কার দূরত্ব ১৭৫ কিলোমিটার।

এ অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারের কয়েক ঘণ্টা পর মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এরই মধ্যে এই চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।

অভিবাসীরা জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন যে তারা সাইপ্রাস হয়ে ইউরোপে পৌঁছানোর জন্য মাথাপিছু ৫ থেকে ৭ হাজার প্রদান করেছে। লেবানন সেনাবাহিনী বলছে তারা এই সপ্তায় সিরিয়া সীমান্তে প্রায় ১ হাজার অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের আটকে দিয়েছে।