Dhaka বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : 

লেবাননের দক্ষিণাঞ্চলীয় হাসবাইয়া শহরের একটি হোটেলে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে একটি ভবনে এ হামলার ঘটনা ঘটে। লেবাননের বেসামরিক প্রতিরক্ষার উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লেবানন থেকে আলজাজিরার সাংবাদিক ইমরান খান জানিয়েছেন, তারা তিনজন সাংবাদিক নিহত হওয়ার খবর পেয়েছেন। এর মধ্যে দুজন ক্যামেরাম্যান ও একজন টেকনিশিয়ান। তবে তারা কোন ব্যক্তি বা সংস্থার জন্য কাজ করছিলেন জানাননি তিনি। শুধু বলেছেন, ‘এদের সঙ্গেই আমি প্রায় প্রতিদিন কাজ করেছি।’

এদিকে প্যান-আরব টিভি চ্যানেল আল মায়াদিন জানিয়েছে, দক্ষিণ লেবাননের হাসবাইয়া শহরে সাংবাদিকদের একটি আবাসনে ইসরায়েলি বিমান হামলায় তাদের ক্যামেরাম্যান নিহত হয়েছেন।

সাংবাদিক ইমরান খান আরও জানিয়েছেন, এ হামলার ঘটনাটি খুবই গুরুতর। ইসরায়েল ওই এলাকায় হামলা চালানোর বিষয়ে কোনো ধরনের সতর্কতা দেয়নি। ইসরায়েলিদের জায়গা খালি করার জন্য জারি করা আদেশের অধীনে নেই হাসবাইয়া। এমনকি এ এলাকাটি লেবাননের অন্যান্য অঞ্চল থেকে তুলনামূলকভাবে যথেষ্ট শান্তিপূর্ণ। এখানে ইসরায়েলি সেনাদের অবস্থান নেই। তাই তারা ধারণা করছেন, ইসরায়েলি সামরিক বাহিনী কোনো নির্দিষ্ট সংবাদ সংস্থাকে লক্ষ করে এ হামলাটি চালিয়েছে।

তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী হামলার আগে কোনো ধরনের সতর্কতা জারি করেনি। এমনটি মনে করা হচ্ছে, সাংবাদিকদের লক্ষ্য করেই হামলা চালানো হয়।

লেবাননের রাজধানী বৈরুতে রাতে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ১২টি বিমান হামলা চালায়। রাজধানীর দক্ষিণ দিকে হারেত রেইক, বুর্জ আল- বারাজনাহ, শোফেয়াত ও অঞ্চলে হামলা হয়।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা বোমা হামলায় হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের আব্বাস আদনান মাসলাম নামে এক কমান্ডারকে হত্যা করেছে।

লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ওই তিন সাংবাদিক ইসরায়েলের অপরাধ বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের ফ্লাইট

লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত

প্রকাশের সময় : ০৩:৩৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

লেবাননের দক্ষিণাঞ্চলীয় হাসবাইয়া শহরের একটি হোটেলে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে একটি ভবনে এ হামলার ঘটনা ঘটে। লেবাননের বেসামরিক প্রতিরক্ষার উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লেবানন থেকে আলজাজিরার সাংবাদিক ইমরান খান জানিয়েছেন, তারা তিনজন সাংবাদিক নিহত হওয়ার খবর পেয়েছেন। এর মধ্যে দুজন ক্যামেরাম্যান ও একজন টেকনিশিয়ান। তবে তারা কোন ব্যক্তি বা সংস্থার জন্য কাজ করছিলেন জানাননি তিনি। শুধু বলেছেন, ‘এদের সঙ্গেই আমি প্রায় প্রতিদিন কাজ করেছি।’

এদিকে প্যান-আরব টিভি চ্যানেল আল মায়াদিন জানিয়েছে, দক্ষিণ লেবাননের হাসবাইয়া শহরে সাংবাদিকদের একটি আবাসনে ইসরায়েলি বিমান হামলায় তাদের ক্যামেরাম্যান নিহত হয়েছেন।

সাংবাদিক ইমরান খান আরও জানিয়েছেন, এ হামলার ঘটনাটি খুবই গুরুতর। ইসরায়েল ওই এলাকায় হামলা চালানোর বিষয়ে কোনো ধরনের সতর্কতা দেয়নি। ইসরায়েলিদের জায়গা খালি করার জন্য জারি করা আদেশের অধীনে নেই হাসবাইয়া। এমনকি এ এলাকাটি লেবাননের অন্যান্য অঞ্চল থেকে তুলনামূলকভাবে যথেষ্ট শান্তিপূর্ণ। এখানে ইসরায়েলি সেনাদের অবস্থান নেই। তাই তারা ধারণা করছেন, ইসরায়েলি সামরিক বাহিনী কোনো নির্দিষ্ট সংবাদ সংস্থাকে লক্ষ করে এ হামলাটি চালিয়েছে।

তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী হামলার আগে কোনো ধরনের সতর্কতা জারি করেনি। এমনটি মনে করা হচ্ছে, সাংবাদিকদের লক্ষ্য করেই হামলা চালানো হয়।

লেবাননের রাজধানী বৈরুতে রাতে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ১২টি বিমান হামলা চালায়। রাজধানীর দক্ষিণ দিকে হারেত রেইক, বুর্জ আল- বারাজনাহ, শোফেয়াত ও অঞ্চলে হামলা হয়।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা বোমা হামলায় হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের আব্বাস আদনান মাসলাম নামে এক কমান্ডারকে হত্যা করেছে।

লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ওই তিন সাংবাদিক ইসরায়েলের অপরাধ বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিলেন।