Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লুডু খেলা নিয়ে দু’পক্ষের নিয়ে সংঘর্ষ আহত ২

বান্দরবান জেলা প্রতিনিধি : 

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন দুজন। আহতদের মধ্যে একজনকে হাত কাটাসহ শরীরের নানা স্থানে কোপানো হয়েছে। অপর জনকে মাথায় কোপানো হয়। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ তুমব্রু পশ্চিমকুল এলাকায় রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

দায়ের কোপে হাত কেটে যাওয়া যুবকের নাম মো. বেলাল (২৮)। তিনি বান্দরবান পৌর এলাকার মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, তুমব্রু পশ্চিমকুল এলাকায় নুর আহমদ হাজীর দোকানে নিয়মিত স্থানীয় কিছু যুবক টাকার বিনিময়ে লুডু খেলত। ওই এলাকার মীর আহমদের ছেলে মুফিজ ও বেলালের মধ্যে জুয়া খেলার টাকা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এর জের মীর আহমদের ৩ ছেলে মুফিজ, গিয়াস, নাসির আর রাসেল ধারালো দা, কিরিচ, লাঠিসোঁটা নিয়ে বেলালকে কুপিয়ে জখম করে। এতে বেলালের বাম হাত বিচ্ছিন্ন প্রায় বিচ্ছিন্ন হয়ে ঝুলে পড়ে। তাঁদের হামলা জসিম নামের এক যুবকও মাথায় আহত আঘাত পান।

আহতদের পরিবারের অভিযোগ, মুফিজদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপে বেলালের বাম হাত ছাড়াও শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা বেলালকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এম এস এফ হাসপাতালে নিলে অবস্থার অবনতি হলে চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় তুমব্রু পশ্চিমকুল এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, ঘটনার কথা তিনি জেনেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

লুডু খেলা নিয়ে দু’পক্ষের নিয়ে সংঘর্ষ আহত ২

প্রকাশের সময় : ১০:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

বান্দরবান জেলা প্রতিনিধি : 

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন দুজন। আহতদের মধ্যে একজনকে হাত কাটাসহ শরীরের নানা স্থানে কোপানো হয়েছে। অপর জনকে মাথায় কোপানো হয়। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ তুমব্রু পশ্চিমকুল এলাকায় রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

দায়ের কোপে হাত কেটে যাওয়া যুবকের নাম মো. বেলাল (২৮)। তিনি বান্দরবান পৌর এলাকার মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, তুমব্রু পশ্চিমকুল এলাকায় নুর আহমদ হাজীর দোকানে নিয়মিত স্থানীয় কিছু যুবক টাকার বিনিময়ে লুডু খেলত। ওই এলাকার মীর আহমদের ছেলে মুফিজ ও বেলালের মধ্যে জুয়া খেলার টাকা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এর জের মীর আহমদের ৩ ছেলে মুফিজ, গিয়াস, নাসির আর রাসেল ধারালো দা, কিরিচ, লাঠিসোঁটা নিয়ে বেলালকে কুপিয়ে জখম করে। এতে বেলালের বাম হাত বিচ্ছিন্ন প্রায় বিচ্ছিন্ন হয়ে ঝুলে পড়ে। তাঁদের হামলা জসিম নামের এক যুবকও মাথায় আহত আঘাত পান।

আহতদের পরিবারের অভিযোগ, মুফিজদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপে বেলালের বাম হাত ছাড়াও শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা বেলালকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এম এস এফ হাসপাতালে নিলে অবস্থার অবনতি হলে চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় তুমব্রু পশ্চিমকুল এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, ঘটনার কথা তিনি জেনেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।