Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লুট হওয়া অস্ত্র নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্র উপদেষ্টা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

৫ আগস্ট বা তার পরবর্তী সময়ে লুট হওয়া অস্ত্র নিরাপত্তা জন্য হুমকি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত অস্ত্র লুট হয়েছিলো তা এখনও উদ্ধার হয়নি। আর অস্ত্র বাইরে থাকলে তো নিরাপত্তার হুমকি থাকেই। তবে অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার।

মব জাস্টিস নিয়ে তিনি বলেন, আইন কেউ নিজ হাতে তুলে নিতে চাইলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোন মব সহ্য করা হবে না।

জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে আমাদের দেশের সংঘাতের কোনো আশঙ্কা নেই। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন, তাদের ফিরিয়ে আনার বিষয়ে একটা চুক্তি হয়েছে। আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে এবং সেই চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা হতে পারে। সাধারণ জনগণ চাচ্ছে, আমাদের সরকার যেন আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধানের উৎপাদন এবার ভাল হয়েছে এবং সুনামগঞ্জে অনেক পতিত জমি রয়েছে। এ বিষয়ে ৫ শত কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের কিছু অস্ত্র হারিয়েছে, তবে তা এখনও উদ্ধার হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে এবং অস্ত্র উদ্ধার সম্পূর্ণ হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

তিনি আরো বলেন, অপকর্মের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জনগণকে আরও সচেতন হতে হবে। তিনি নিশ্চিত করেন যে, আগ্নেয়াস্ত্র ব্যবহারে কঠোর নজরদারি থাকবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলী প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

লুট হওয়া অস্ত্র নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ১০:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

৫ আগস্ট বা তার পরবর্তী সময়ে লুট হওয়া অস্ত্র নিরাপত্তা জন্য হুমকি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত অস্ত্র লুট হয়েছিলো তা এখনও উদ্ধার হয়নি। আর অস্ত্র বাইরে থাকলে তো নিরাপত্তার হুমকি থাকেই। তবে অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার।

মব জাস্টিস নিয়ে তিনি বলেন, আইন কেউ নিজ হাতে তুলে নিতে চাইলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোন মব সহ্য করা হবে না।

জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে আমাদের দেশের সংঘাতের কোনো আশঙ্কা নেই। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন, তাদের ফিরিয়ে আনার বিষয়ে একটা চুক্তি হয়েছে। আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে এবং সেই চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা হতে পারে। সাধারণ জনগণ চাচ্ছে, আমাদের সরকার যেন আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধানের উৎপাদন এবার ভাল হয়েছে এবং সুনামগঞ্জে অনেক পতিত জমি রয়েছে। এ বিষয়ে ৫ শত কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের কিছু অস্ত্র হারিয়েছে, তবে তা এখনও উদ্ধার হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে এবং অস্ত্র উদ্ধার সম্পূর্ণ হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

তিনি আরো বলেন, অপকর্মের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জনগণকে আরও সচেতন হতে হবে। তিনি নিশ্চিত করেন যে, আগ্নেয়াস্ত্র ব্যবহারে কঠোর নজরদারি থাকবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলী প্রমুখ।