বিনোদন ডেস্ক :
‘বিগ বস ওটিটি’র তৃতীয় মৌসুমের বিজয়ী অভিনেত্রী সানা মকবুল ভারতের বিনোদন দুনিয়ার পরিচিত মুখ। অভিনেত্রীর অসুস্থতা ঘিরে চলছে আলোচনা। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, ঈদের দিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সানা মকবুল। বর্তমানে তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত। দীর্ঘদিন ধরে তিনি অটোইমিউন হেপাটাইটিসে ভুগছিলেন, যা একসময় সিরোসিসে রূপ নেয়। এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে লিভারকে আক্রান্ত করে।
ভারতীয় সংবাদমাধ্যমকে সানা মকবুল বলেন, আমি বেশ কিছু দিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছি। সম্প্রতি আমার শারীরিক অবস্থা খারাপ হয়েছে। আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আমার লিভারকে মারাত্মকভাবে আক্রমণ করতে শুরু করেছে। এখন আমার লিভার সিরোসিস ধরা পড়েছে। আমি শক্ত রাখার চেষ্টা করছি।
তবে লিভার ট্রান্সপ্ল্যান্ট করাতে চাচ্ছেন না ৩১ বছরের সানা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, চিকিৎসক এবং আমি লিভার ট্রান্সপ্ল্যান্ট এড়ানোর যথাসাধ্য চেষ্টা করছি। আমি ইমিউনোথেরাপি শুরু করেছি, সত্যি এটি কঠিন এবং ক্লান্তিকর। কিছু সময় অন্য সময়ের তুলনায় কঠিন। তবে আমি আশায় বুক বেঁধে আছি। লিভার ট্রান্সপ্ল্যান্টের মতো বড় পদক্ষেপ ছাড়াই আমি সুস্থ হতে চাই। যদিও এটা সহজ হবে না। কিন্তু আমি এত সহজে হাল ছেড়ে দিতে রাজি নই। আমি শুধু সুস্থ হতে চাই।
চিকিৎসকদের মতে, অটোইমিউন হেপাটাইটিস সাধারণত ১০-৩০ কিংবা ৪০-৬০ বছর বয়সীদের মধ্যে দেখা যায়। নারীরা এই রোগে বেশি আক্রান্ত হন। নিয়মিত রক্তপরীক্ষা, স্বাস্থ্যকর জীবনধারা এবং ওষুধের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে সিরোসিস হলে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হতে পারে।
সানা জানান, শরীর হঠাৎ খারাপের দিকে যায়, কিছু গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে গেছে। কঠোর পরিশ্রম করে যেটুকু অর্জন করেছিলাম, তা থমকে গেছে। তার পরিবারও এই লড়াইয়ে বড় ভরসা হয়ে পাশে দাঁড়িয়েছে বলে জানান সানা।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সানা মকবুল এর আগে ‘বিগ বস ওটিটি’র তৃতীয় সিজনে অংশ নিয়েছিলেন। দক্ষিণ ভারতীয় বেশ কিছু সিনেমায় কাজ করেছেন সানা। ‘নেমেসিস’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই অভিনেত্রীর অসুস্থতার খবরে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগী মহলে। সানার দ্রুত আরোগ্য কামনা করছেন তারা।