Dhaka শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লিবিয়া থেকে ফিরলেন ১৫০ অনিয়মিত বাংলাদেশি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫০ জন অনিয়মিত বাংলাদেশি।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯ টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে বেনগাজি থেকে তাদের ঢাকায় প্রত্যাবাসন করা হয়েছে। তারা লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছে, তারা লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। প্রত্যাবাসনকৃত প্রত্যেকের জন্য নগদ ৬ হাজার টাকা, কিছু খাদ্য সমগ্রী ও মেডিক্যাল চিকিৎসা এবং প্রয়োজন অনুসারে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, এই বছরে গত ৫ সেপ্টেম্বর তিউনিশিয়া থেকে চার জন ও ৬ সেপ্টেম্বর ১৮ জন এবং গত ৬ সেপ্টেম্বর লিবিয়ার ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক অনিয়মিত ১৫৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বৈরী আবহাওয়ার কারণে আগৈলঝাড়ায় ছাতার কারিগরদের ব্যাপক কদর

লিবিয়া থেকে ফিরলেন ১৫০ অনিয়মিত বাংলাদেশি

প্রকাশের সময় : ০৬:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫০ জন অনিয়মিত বাংলাদেশি।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯ টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে বেনগাজি থেকে তাদের ঢাকায় প্রত্যাবাসন করা হয়েছে। তারা লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছে, তারা লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। প্রত্যাবাসনকৃত প্রত্যেকের জন্য নগদ ৬ হাজার টাকা, কিছু খাদ্য সমগ্রী ও মেডিক্যাল চিকিৎসা এবং প্রয়োজন অনুসারে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, এই বছরে গত ৫ সেপ্টেম্বর তিউনিশিয়া থেকে চার জন ও ৬ সেপ্টেম্বর ১৮ জন এবং গত ৬ সেপ্টেম্বর লিবিয়ার ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক অনিয়মিত ১৫৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।