Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লিফটে ১ ঘণ্টা ১১ মিনিট আটকা ছিলেন জেনিফার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ২১৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে অনুষ্ঠিত কমিক-কন উৎসবে যোগ দিয়ে বিপাকে পড়েছিলেন অভিনেত্রী জেনিফার গার্নার। উৎসবের লিফটে ১ ঘণ্টার বেশি সময় আটকা ছিলেন তিনি। ভ্যারাইটির প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত শুক্রবার মুক্তি পেয়েছে মার্ভেলের সুপারহিরো সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন। এ ছবির জন্য উৎসবে যোগ দিয়েছিলেন গার্নার। কিন্তু বেরসিক লিফট অভিনেত্রীর কদর বোঝেনি।

লিফটে ১ ঘণ্টা ১১ মিনিট আটকে ছিলেন। কী চলছিল তাঁর মনে? এমন প্রশ্নের উত্তরে মজা করে গার্নার বলেন, ‘আমি তো উলভারিনকে ডাকতে পারতাম (সাহায্যের জন্য), ডেডপুলকেও ডাকা যেত। তবে সবাই আমরা সিঁড়ির কথা ভাবছিলাম।’

অভিনেত্রী জানান, ৩৫ মিনিট লিফটে আটকে থাকার পর তিনি বসে পড়েন। তাঁর ভাষ্যে, ‘কী আর করব, অনেকক্ষণ অপেক্ষার পর বসে পড়ি। ১ ঘণ্টা ১১ মিনিট পর উদ্ধারকারী এসে দরজা খোলেন।’ অভিনেত্রী জানান, আটকা পড়ার ৪৫ মিনিট পর তাঁরা জরুরি সেবা নম্বরে ফোন করে সাহায্য চাইতে পেরেছিলেন।

ডেডপুল অ্যান্ড উলভারিন প্রেক্ষাগৃহে মুক্তির পর দুর্দান্ত ব্যবসা করছে। মার্কিন গণমাধ্যম ডেডলাইনের তথ্যমতে, মুক্তির পর প্রথম ৩ দিনে সিনেমাটি ২০৫ মিলিয়ন ডলার ব্যবসা করেছে। চলতি বছর মুক্তির পর এমন দারুণ সূচনা পায়নি আর কোনো সিনেমা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

লিফটে ১ ঘণ্টা ১১ মিনিট আটকা ছিলেন জেনিফার

প্রকাশের সময় : ০৩:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

বিনোদন ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে অনুষ্ঠিত কমিক-কন উৎসবে যোগ দিয়ে বিপাকে পড়েছিলেন অভিনেত্রী জেনিফার গার্নার। উৎসবের লিফটে ১ ঘণ্টার বেশি সময় আটকা ছিলেন তিনি। ভ্যারাইটির প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত শুক্রবার মুক্তি পেয়েছে মার্ভেলের সুপারহিরো সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন। এ ছবির জন্য উৎসবে যোগ দিয়েছিলেন গার্নার। কিন্তু বেরসিক লিফট অভিনেত্রীর কদর বোঝেনি।

লিফটে ১ ঘণ্টা ১১ মিনিট আটকে ছিলেন। কী চলছিল তাঁর মনে? এমন প্রশ্নের উত্তরে মজা করে গার্নার বলেন, ‘আমি তো উলভারিনকে ডাকতে পারতাম (সাহায্যের জন্য), ডেডপুলকেও ডাকা যেত। তবে সবাই আমরা সিঁড়ির কথা ভাবছিলাম।’

অভিনেত্রী জানান, ৩৫ মিনিট লিফটে আটকে থাকার পর তিনি বসে পড়েন। তাঁর ভাষ্যে, ‘কী আর করব, অনেকক্ষণ অপেক্ষার পর বসে পড়ি। ১ ঘণ্টা ১১ মিনিট পর উদ্ধারকারী এসে দরজা খোলেন।’ অভিনেত্রী জানান, আটকা পড়ার ৪৫ মিনিট পর তাঁরা জরুরি সেবা নম্বরে ফোন করে সাহায্য চাইতে পেরেছিলেন।

ডেডপুল অ্যান্ড উলভারিন প্রেক্ষাগৃহে মুক্তির পর দুর্দান্ত ব্যবসা করছে। মার্কিন গণমাধ্যম ডেডলাইনের তথ্যমতে, মুক্তির পর প্রথম ৩ দিনে সিনেমাটি ২০৫ মিলিয়ন ডলার ব্যবসা করেছে। চলতি বছর মুক্তির পর এমন দারুণ সূচনা পায়নি আর কোনো সিনেমা।