Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘লিপস্টিক’ নিয়ে ব্যস্ত আছেন পূজা চেরি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • ১৯৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছেন হালের ক্রেজ নায়িকা পূজা চেরি। ‘পোড়ামন-২’, ‘দহন’, ‘গলুই” সিনেমার দর্শকদের হৃদয় জয় করেছেন। ব্যস্ততম এই নায়িকা বেশ কিছুদিন লাইট, ক্যামেরা থেকে দূরে রয়েছেন। বিরতি ভেঙে আবারও ফিরলেন ক্যামেরার সামনে। এরই মধ্যে গাজীপুরে ‘লিপস্টিক’ সিনেমার প্রথম ধাপের কাজ শেষ করেছেন। শিগগির শুরু হবে দ্বিতীয় ধাপের কাজ।

প্রায় বছর দেড়েক পর চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী। এরইমধ্যে শেষ হয়েছে ছবিটির প্রথম ধাপের কাজ। এবার এ ছবিতে শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে পূজা জানালেন, কাজটি করে বেশ মজা পাচ্ছেন তিনি।

তিনি বলেন, আমি বেশ আগে থেকেই বলে আসছি ভালো গল্প, ভালো চরিত্র না পেলে কাজ করব না। সেটি এক বছর, দুই বছর বসে থাকতে হলেও থাকব। মাঝখানে সেরকম গল্প, চরিত্র পাইনি বলে করিনি। আমার এখন যে বয়স, তাতে কম কাজ করলেও সমস্যা নেই। কাজ কম হোক, সময় নিয়ে ভালো কাজ করব।

পূজা বলেন, সপ্তাহখানেক হয় লিপস্টিকের শুটিং শুরু করেছি। আমার সঙ্গে আছে আদর আজাদ। লিপস্টিক নিয়ে বেশ খানিকটা সময় কথা বলার পর গল্পটি নিয়ে আগ্রহ জাগে। কেমন গল্প আছে লিপস্টিকে, যা পূজাকে আবিষ্ট করে রেখেছে? পূজা বললেন, গল্প তো অবশ্যই আছে। সে গল্প আমি বলতে পারব না। বলতে পারবেন পরিচালক কামরুজ্জামান রোমান ভাই। শুধু এটা বলতে পারব, ‘লিপস্টিক’-এর গল্প দারুণ। মনে হয়েছে আমার গল্প! এতে আমাকে নতুনভাবে দেখবেন দর্শক। লিপস্টিক শুরুর মাসখানেক আগে মার্কিন মুলুকে গিয়েছিলেন পূজা।

স্বভাবতই প্রশ্ন উঠেছে, অন্যদের মতো পূজাও কি তাহলে স্থায়ী হচ্ছেন যুক্তরাষ্ট্রে? এমন প্রশ্ন রাখতেই হেসে দিলেন তরুণ এই সুন্দরী। জানালেন, আরে তেমন কিছুই নয়, দেশটির ভিসা হওয়ার পর তো একবারও যাওয়া হয়নি। তাই মাকে নিয়ে ঘুরে এলাম। আনন্দের বিষয় হচ্ছে, আমি যখন আমেরিকা গেলাম এর কিছুদিন পরই সেখানে ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি পেল। সেখানে বসেই প্রিয়তমা দেখে ফেললাম। আমেরিকার হলে বাংলা সিনেমা চলছে এবং বেড়াতে গিয়ে সেই ছবি দেখলাম– দারুণ এক ভালো লাগার অনুভূতি কাজ করেছে। শিশুশিল্পী হয়ে অভিনয় শুরু করা পূজা চেরির নায়িকা পরিচয় খুব বেশিদিনের নয়। তাই এখনও অপ্রাপ্তির জায়গা তৈরি হয়নি। বললেন, জীবনটা প্রাপ্তিতে ভরপুর তাঁর। এখনও অপ্রাপ্তির খাতায় কিছুই জমা হয়নি। জীবন ও ক্যারিয়ারটা এভাবেই চালিয়ে নিতে চান। দর্শকের ভালোবাসা নিয়ে কাটিয়ে দিতে চান এই জীবন। পর্দায় পূজার নানা চরিত্রের প্রেমে বুঁদ হয়ে থাকেন দর্শক।

বাস্তব জীবনে পূজা এখন কার সঙ্গে প্রেম করছেন এমন প্রশ্নে মুচকি হাসেন পূজা। যাহোক, মুচকি হেসে একটু কৌশলী হয়ে বললেন, সিনেমার বাইরে আমার কোনো প্রেম নেই। আমার এখন যা বয়স, এই বয়সে প্রেমে পড়তেও চাই না। আরও কিছুদিন যাক, তখন না হয় বিষয়টি নিয়ে ভাবব। আপাতত আমার সব প্রেম আর ভালোবাসা যা-ই বলুন না কেন, তা চলচ্চিত্র।

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পূজা বলেন, কাজটি করে বেশ মজা পাচ্ছি। অভিনয়ের জায়গা আছে। সত্যি বলতে, ‘পোড়ামন ২’ ছবিতে কাজ করতে গিয়ে ভালো লাগার যে অনুভূতি পেয়েছিলাম, এ কাজটি যতটুকু করেছি, সেই ফিল পেয়েছি।

‘লিপস্টিক’-এ পূজার বিপরীতে আছেন আদর আজাদ। তার সঙ্গে শুটিং প্রসঙ্গে নায়িকা বলেন, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ ছবির শুটিং সেটে আদর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখন নোলক ছবির নায়ক খোঁজা হচ্ছিল। সৈকত ভাইয়ের পরামর্শে ওই ছবিতে আমার বিপরীতে তাকে নিয়েছিলেন পরিচালক। কাজটি করতে গিয়ে দেখেছি, দারুণ মনোযোগী অভিনেতা আদর ভাই। প্রচুর পরিশ্রম করতে পারেন। সহশিল্পীর অভিনয় ভালো না হলে নিজের অভিনয়ও ভালো করা সহজ হয় না। সেটি আমি আদর ভাইয়ের কাছ থেকে পেয়েছি।”

‘লিপস্টিক’ নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। এতে পূজাকে দুই রূপে দেখা যাবে। একটি গ্রামের হতদরিদ্র তরুণী, অন্যটি দেশের সুপারস্টার নায়িকা। ১৩ আগস্ট থেকে ছবিটির দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

পূজা চেরি অভিনীত ‘নাকফুল’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘মাসুদ রানা’ সিনেমাটির কয়েকটি দৃশ্য বাকি। পূজা জানালেন এ ছবির সর্বশেষ আপডেট তাঁর কাছে নেই। বলতে পারবেন নির্মাতা ও প্রযোজক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

‘লিপস্টিক’ নিয়ে ব্যস্ত আছেন পূজা চেরি

প্রকাশের সময় : ০৬:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক : 

শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছেন হালের ক্রেজ নায়িকা পূজা চেরি। ‘পোড়ামন-২’, ‘দহন’, ‘গলুই” সিনেমার দর্শকদের হৃদয় জয় করেছেন। ব্যস্ততম এই নায়িকা বেশ কিছুদিন লাইট, ক্যামেরা থেকে দূরে রয়েছেন। বিরতি ভেঙে আবারও ফিরলেন ক্যামেরার সামনে। এরই মধ্যে গাজীপুরে ‘লিপস্টিক’ সিনেমার প্রথম ধাপের কাজ শেষ করেছেন। শিগগির শুরু হবে দ্বিতীয় ধাপের কাজ।

প্রায় বছর দেড়েক পর চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী। এরইমধ্যে শেষ হয়েছে ছবিটির প্রথম ধাপের কাজ। এবার এ ছবিতে শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে পূজা জানালেন, কাজটি করে বেশ মজা পাচ্ছেন তিনি।

তিনি বলেন, আমি বেশ আগে থেকেই বলে আসছি ভালো গল্প, ভালো চরিত্র না পেলে কাজ করব না। সেটি এক বছর, দুই বছর বসে থাকতে হলেও থাকব। মাঝখানে সেরকম গল্প, চরিত্র পাইনি বলে করিনি। আমার এখন যে বয়স, তাতে কম কাজ করলেও সমস্যা নেই। কাজ কম হোক, সময় নিয়ে ভালো কাজ করব।

পূজা বলেন, সপ্তাহখানেক হয় লিপস্টিকের শুটিং শুরু করেছি। আমার সঙ্গে আছে আদর আজাদ। লিপস্টিক নিয়ে বেশ খানিকটা সময় কথা বলার পর গল্পটি নিয়ে আগ্রহ জাগে। কেমন গল্প আছে লিপস্টিকে, যা পূজাকে আবিষ্ট করে রেখেছে? পূজা বললেন, গল্প তো অবশ্যই আছে। সে গল্প আমি বলতে পারব না। বলতে পারবেন পরিচালক কামরুজ্জামান রোমান ভাই। শুধু এটা বলতে পারব, ‘লিপস্টিক’-এর গল্প দারুণ। মনে হয়েছে আমার গল্প! এতে আমাকে নতুনভাবে দেখবেন দর্শক। লিপস্টিক শুরুর মাসখানেক আগে মার্কিন মুলুকে গিয়েছিলেন পূজা।

স্বভাবতই প্রশ্ন উঠেছে, অন্যদের মতো পূজাও কি তাহলে স্থায়ী হচ্ছেন যুক্তরাষ্ট্রে? এমন প্রশ্ন রাখতেই হেসে দিলেন তরুণ এই সুন্দরী। জানালেন, আরে তেমন কিছুই নয়, দেশটির ভিসা হওয়ার পর তো একবারও যাওয়া হয়নি। তাই মাকে নিয়ে ঘুরে এলাম। আনন্দের বিষয় হচ্ছে, আমি যখন আমেরিকা গেলাম এর কিছুদিন পরই সেখানে ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি পেল। সেখানে বসেই প্রিয়তমা দেখে ফেললাম। আমেরিকার হলে বাংলা সিনেমা চলছে এবং বেড়াতে গিয়ে সেই ছবি দেখলাম– দারুণ এক ভালো লাগার অনুভূতি কাজ করেছে। শিশুশিল্পী হয়ে অভিনয় শুরু করা পূজা চেরির নায়িকা পরিচয় খুব বেশিদিনের নয়। তাই এখনও অপ্রাপ্তির জায়গা তৈরি হয়নি। বললেন, জীবনটা প্রাপ্তিতে ভরপুর তাঁর। এখনও অপ্রাপ্তির খাতায় কিছুই জমা হয়নি। জীবন ও ক্যারিয়ারটা এভাবেই চালিয়ে নিতে চান। দর্শকের ভালোবাসা নিয়ে কাটিয়ে দিতে চান এই জীবন। পর্দায় পূজার নানা চরিত্রের প্রেমে বুঁদ হয়ে থাকেন দর্শক।

বাস্তব জীবনে পূজা এখন কার সঙ্গে প্রেম করছেন এমন প্রশ্নে মুচকি হাসেন পূজা। যাহোক, মুচকি হেসে একটু কৌশলী হয়ে বললেন, সিনেমার বাইরে আমার কোনো প্রেম নেই। আমার এখন যা বয়স, এই বয়সে প্রেমে পড়তেও চাই না। আরও কিছুদিন যাক, তখন না হয় বিষয়টি নিয়ে ভাবব। আপাতত আমার সব প্রেম আর ভালোবাসা যা-ই বলুন না কেন, তা চলচ্চিত্র।

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পূজা বলেন, কাজটি করে বেশ মজা পাচ্ছি। অভিনয়ের জায়গা আছে। সত্যি বলতে, ‘পোড়ামন ২’ ছবিতে কাজ করতে গিয়ে ভালো লাগার যে অনুভূতি পেয়েছিলাম, এ কাজটি যতটুকু করেছি, সেই ফিল পেয়েছি।

‘লিপস্টিক’-এ পূজার বিপরীতে আছেন আদর আজাদ। তার সঙ্গে শুটিং প্রসঙ্গে নায়িকা বলেন, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ ছবির শুটিং সেটে আদর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখন নোলক ছবির নায়ক খোঁজা হচ্ছিল। সৈকত ভাইয়ের পরামর্শে ওই ছবিতে আমার বিপরীতে তাকে নিয়েছিলেন পরিচালক। কাজটি করতে গিয়ে দেখেছি, দারুণ মনোযোগী অভিনেতা আদর ভাই। প্রচুর পরিশ্রম করতে পারেন। সহশিল্পীর অভিনয় ভালো না হলে নিজের অভিনয়ও ভালো করা সহজ হয় না। সেটি আমি আদর ভাইয়ের কাছ থেকে পেয়েছি।”

‘লিপস্টিক’ নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। এতে পূজাকে দুই রূপে দেখা যাবে। একটি গ্রামের হতদরিদ্র তরুণী, অন্যটি দেশের সুপারস্টার নায়িকা। ১৩ আগস্ট থেকে ছবিটির দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

পূজা চেরি অভিনীত ‘নাকফুল’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘মাসুদ রানা’ সিনেমাটির কয়েকটি দৃশ্য বাকি। পূজা জানালেন এ ছবির সর্বশেষ আপডেট তাঁর কাছে নেই। বলতে পারবেন নির্মাতা ও প্রযোজক।