স্পোর্টস ডেস্ক :
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একবার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছিলেন। লিটন দাস আবারও সে অভিজ্ঞতার মুখোমুখি। শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার (১৮ মার্চ) তৃতীয় ওয়ানডের ১৫ জনের দল থেকে বাদ পড়েছেন তিনি। তাঁর জায়গায় ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী।
দল থেকে বাদ পড়ে লিটন আজ বিকেলে ৩টা ১০ এর ফ্লাইটে ঢাকা চলে যাচ্ছেন। ঢাকা থেকে জাকেরেরও আজই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে খেলে একটি রানও করতে পারেননি লিটন। প্রথম ম্যাচে প্রথম ও দ্বিতীয় ম্যাচে আউট হয়ে যান তৃতীয় বলে। লিটনের এই ফর্ম দেখে নির্বাচকদের মনে হয়েছে তাঁকে আপাতত দলের সঙ্গে রেখে কোনো লাভ নেই। নির্বাচক কমিটির পক্ষ থেকে লিটনকে সরাসরিই বলা হয়েছে তাঁকে বাদ দেওয়া হয়েছে বাজে পারফরম্যান্সের কারণে।
চলতি ওয়ানডে সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রান পাননি লিটন। তিন ইনিংস মিলিয়ে করেছিলেন মোট ৪৩ রান। তিন সংস্করণ মিলিয়ে লিটন সর্বশেষ ফিফটি পেয়েছেন গত বছর অক্টোবরে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে। ১৯ অক্টোবর পুনেতে ভারতের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন। এরপর তিন সংস্করণ মিলিয়ে সর্বশেষ ১৪ ইনিংসে ফিফটি নেই লিটনের।
জাকের শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে করেছিলেন ৩৪ বলে ৬৮ রান। শ্রীলঙ্কার দেওয়া ২০৭ রানের জবাবে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন জাকের। ৩ রানে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হারলেও প্রশংসিত হয়েছিল জাকেরের পারফরম্যান্স।
সে সিরিজে পরের ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি জাকেরকে। তৃতীয় ম্যাচে ৪ রানে আউট হন। ঢাকা প্রিমিয়ার লিগে গত পরশু আবাহনী লিমিটেডের হয়ে গাজী টায়ার্সের বিপক্ষে ৪৮ বলে ৭৬ রানে অপরাজিত ইনিংসও খেলেন জাকের। এবার বিপিএলেও আলো ছড়িয়েছেন তিনি। ১৪ ম্যাচে ৯৯.৫ গড় এবং ১৪১.১৩ স্ট্রাইকরেটে করেন করেছিলেন ১৯৯ রান।
লিটনের বাদ পড়া ব্যাখ্যা দিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিসিবির পাঠানো বার্তায় তিনি বলেন, যেহেতু সিরিজটা চলছে, সেখানে পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধরাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। আপনারা হয়তো জানেন যে লিটন কুমারের পরও দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিমকে। যারা ওপেন করতে পারেন। তারা ওপেনিং রোলেই খেলে থাকেন। এবং সৌম্য সরকার, আরেকজন ওপেনার আছেন। তো কাজেই লিটন দাসকে যখন স্কোয়াডে আমরা অন্তর্ভুক্ত করলাম না। ন্যাচারালি সে জায়গাতে কোনো নতুন ওপেনার সংযোজনের প্রয়োজন অনুভব করিনি। ইতোমধ্যে দুটি অপশন আছে, যার মধ্যে থেকে একটি আমাদের কোচ ও অধিনায়ককে বেছে নিতে হবে।
জাকেরের অন্তর্ভুক্তি নিয়ে লিপু বলেন, আমরা এই নির্বাচন প্রক্রিয়ায় অবশ্যই কোচ ও অধিনায়কের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়। কারণ সেখানে একটা গ্যাপ আছে। সেখানে আমরা জাকেরকে মনে করেছি উইকেটরক্ষক ব্যাটার হিসেবে উপযুক্ত হবেন। তিনি সাদা বলে টি-টোয়েন্টি খেলেছেন, রান করেছেন। ডিপিএল এখন চলছে, ওখানেও রান করছেন। তিনি মাল্টিপল রোল করতে পারেন। মিডল অর্ডারেও উপরের দিকে খেলতে পারেন। আবার ফিনিশারের ভূমিকাও পালন করতে পারেন। আজকাল ক্রিকেটে কনকাশনের একটা ঝুঁকি থাকে। সে কারণে একটা সফট কোশন দেওয়ার জন্য আমরা মনে করেছি, টিম ম্যানেজম্যান্টকে লিটনের বদলে জাকেরকে সংযোজন করলে দলের ভারসম্য অনেক ভালো থাকবে। কারণ তৃতীয় ম্যাচটা ডে-নাইট হচ্ছে না, এটা সকাল দশটায় শুরু হচ্ছে। মানে পুরো দিনের ম্যাচ। সে আলোকে আমরা মনে করেছি জাকের আলি মোস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট।
টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে সমতায়। সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকের আলী, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।