Dhaka বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে নারী-শিশুসহ ৯ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

লালমনিরহাট জেলা প্রতিনিধি : 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্ত দিয়ে টানা বৃষ্টিতে নারী শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকের পর তাদের থানায় দিয়েছে বিজিবি।

বুধবার (১৩ আগস্ট) ভোরে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামন দল সীমান্ত দিয়ে তাদের পুশইন করেন।

আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ২ জন শিশুসহ মোট ৯ জন রয়েছেন।

আটকরা হলেন- মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে মো. মোশারফ হোসেন (৫০), তার ছেলে মো. রাব্বি (২৬), মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মো. সজিব আলী (১৬), মোশারফ হোসেনের স্ত্রী পারভিন বেগম (৪০), মৃত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা (৭০), রাব্বির স্ত্রী মোছা. বর্ষা (২২) ও রাব্বির শিশু কন্যা মোছা. জয়া (৩)।

বিজিবি জানিয়েছে, বুধবার ভোরে পাটগ্রাম বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৩৮এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ৯৮ বিএসবাড়ি বিএসএফ ক্যাম্প ৯ জনকে বাংলাদেশে পুশইন করে। এ সময় বিজিবি তাদের আটক করেন।

আটককৃতরা পুলিশকে জানিয়েছে, প্রায় ১০ বছর পূর্বে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন এবং গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসায় নিয়োজিত ছিলেন।

আটকৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি নড়াইল জেলায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটককৃত ৯ জন বর্তমানে ৬১ বিজিবির হেফাজতে আছেন। আজ বিকেলে তাদের পাটগ্রাম থানায় সোপর্দ করবে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুষলধারে বৃষ্টিতে ধসে গেল সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ

লালমনিরহাটে নারী-শিশুসহ ৯ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

প্রকাশের সময় : ১২:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

লালমনিরহাট জেলা প্রতিনিধি : 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্ত দিয়ে টানা বৃষ্টিতে নারী শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকের পর তাদের থানায় দিয়েছে বিজিবি।

বুধবার (১৩ আগস্ট) ভোরে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামন দল সীমান্ত দিয়ে তাদের পুশইন করেন।

আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ২ জন শিশুসহ মোট ৯ জন রয়েছেন।

আটকরা হলেন- মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে মো. মোশারফ হোসেন (৫০), তার ছেলে মো. রাব্বি (২৬), মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মো. সজিব আলী (১৬), মোশারফ হোসেনের স্ত্রী পারভিন বেগম (৪০), মৃত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা (৭০), রাব্বির স্ত্রী মোছা. বর্ষা (২২) ও রাব্বির শিশু কন্যা মোছা. জয়া (৩)।

বিজিবি জানিয়েছে, বুধবার ভোরে পাটগ্রাম বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৩৮এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ৯৮ বিএসবাড়ি বিএসএফ ক্যাম্প ৯ জনকে বাংলাদেশে পুশইন করে। এ সময় বিজিবি তাদের আটক করেন।

আটককৃতরা পুলিশকে জানিয়েছে, প্রায় ১০ বছর পূর্বে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন এবং গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসায় নিয়োজিত ছিলেন।

আটকৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি নড়াইল জেলায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটককৃত ৯ জন বর্তমানে ৬১ বিজিবির হেফাজতে আছেন। আজ বিকেলে তাদের পাটগ্রাম থানায় সোপর্দ করবে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।