স্পোর্টস ডেস্ক :
ঘরের মাঠে ছন্দহীন ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ। অপরদিকে একের পর এক আক্রমণে তাদের রক্ষণে ভীতি ছড়ায় লাইপজিগ। গোলও পায় তারা। তবে কোনোভাবে ভিনিসিউস জুনিয়রের গোলে হার এড়ায় স্বাগতিকরা। আগের লেগে জয়ের ফলে শেষ আট নিশ্চিত হয়ে যায় তাদের।
বুধবার (৬ মার্চ) রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাইপজিগের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। আর লাইপজিগের গোলটি আসে উইলি অরবান থেকে। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে লস ব্লাঙ্কোসরা।
লাইপজিগের মাঠে প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে তাই হার ঠেকালেই চলতো তাদের। তবে রিয়াল কোচ আনচেলত্তি জয়ের আশাতেই ছিলেন। ম্যাচের শুরু থেকে স্বাগতিকরা সে লক্ষ্যেই ছিল।
ঘরের মাঠে শুরুটা ভালো হয়নি রিয়ালের। অপরদিকে লাইপজিগ ছিল ছন্দে। বেশ কয়েকটি আক্রমণ করে তারা। তবে ৪১তম মিনিটে এগিয়ে যেতে পারত দলটি। জাভি সিমন্সের বুলেট গতির শট ঠেকিয়ে দেন আন্দ্রে লুনিন। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।
বিরতির পর খেলা শুরু হতেই বিপদে পড়তে বসেছিল রিয়াল। প্রতিপক্ষের একটি আক্রমণ রুখতে পোস্ট ছেড়ে বেরিয়ে যান লুনিন, কিন্তু প্রথম চেষ্টায় বল তো ধরতেই পারেননি, উল্টো বেরিয়ে যান বক্সের বাইরে। ভাগ্য ভালো, ওপেনদাও পারেননি বল নিয়ন্ত্রণে নিতে।
এরপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যেতে থাকে মাদ্রিদের দলটি। তাতে ৬৩তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিতে পারে তারা, তবে রদ্রিগোর সেই প্রচেষ্টা কর্নারের বিনিময়ে রুখে দেন লাইপজিগ গোলরক্ষক।
এর দুই মিনিট পরেই ভিনিসিউসের চমৎকার গোলে এগিয়ে যায় রিয়াল। জুড বেলিংহ্যামের বক্সে বাড়ানো বল ছুটে গিয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে জালে পাঠান ভিনিসিউস। আর তাতেই দুই লেগ মিলিয়ে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
এর তিন মিনিট পরই রিয়ালের স্বস্তি কেড়ে নেয় লাইপজিগ। ৬৭তম মিনিটে সতীর্থের ক্রসে দারুণ হেডে ম্যাচের স্কোরলাইন ১-১ করেন লাইপজিগ ডিফেন্ডার অরবান।
গোল পেয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে সফরকারীরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে তারা। তবে আর গোল হয়নি। তাতে হাফ ছেড়ে বাঁচে রিয়াল।
সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা দুই ম্যাচে জয়হীন থাকল রিয়াল মাদ্রিদ। দুটো ম্যাচই ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। কিছুদিন আগে লা লিগায় ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল। সেই ম্যাচে শেষ মুহূর্তে গোল করেও বঞ্চিত হয়েছিলেন বেলিংহাম। গোলের দাবি জানাতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন তিনি।