বিনোদন ডেস্ক :
বলিউড বাদশা শাহরুখ খান ভক্তদের জন্য খারাপ খবর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সঙ্গে সঙ্গে একটি ছোট অস্ত্রোপচার করা হয় তার।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, কিং খান লস অ্যাঞ্জেলেসে শুটিং সেটে অবস্থান করছিলেন। এসময় তার নাকে আঘাতপ্রাপ্ত হন এবং রক্ত বের হতে থাকে। সঙ্গে সঙ্গে তার টিমের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় এবং রক্ত বন্ধ করার জন্য ছোটো অস্ত্রোপচার করায়। তার নাকে ব্যান্ডেজ করা হয়েছে।
চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং রক্তপাত বন্ধ করতে ছোট অস্ত্রোপচারের প্রয়োজন আছে। অপারেশনের পর কিং খানকে নাকে ব্যান্ডেজ বেঁধে দেখা যায়।’ তবে এই দুর্ঘটনার বিষয়ে অভিনেতা বা তার টিম কেউই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
শাহরুখের ঘনিষ্ঠ মহলের কথায়, সুস্থই আছেন বলিউড বাদশাহ। অস্ত্রোপচারের পরই ছেড়ে দেওয়া হয় তাকে। তারপরই মুম্বাইয়ে ফিরে আসেন শাহরুখ। তার এই দুর্ঘটনার খবর চাউর হতেই উদ্বেগ প্রকাশ করেছেন তার অনুগামীরা।
দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন শাহরুখ। রোম্যান্সের খোলস ছেড়ে ভরপুর অ্যাকশনে মন দিয়েছেন শাহরুখ। ‘পাঠান’-এর পর মুক্তি পেতে চলেছে তার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। সেখানেও পুরোদস্তুর অ্যাকশন অবতারেই দেখা যাবে শাহরুখকে। এই মুহূর্তে জোরকদমে চলেছে ‘জওয়ান’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ।
অন্যদিকে, বছর শেষে শাহরুখের ‘ডাঙ্কি’ সিনেমা মুক্তি পাওয়ার কথা। এ সিনেমার হাত ধরে প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করবেন তিনি। এ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করবেন তাপসী পন্নুও। আশা করা হচ্ছে এ দুটি সিনেমাতেও শাহরুখ বাজিমাত করবেন।