আন্তর্জাতিক ডেস্ক :
রোববার (১৫ জুন) ভোরে ভারতের লখনৌতে চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফ্লাইটটি (এসভি ৩১১২) শনিবার (১৪ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে জেদ্দা থেকে ছেড়ে আসে এবং রোববার (১৫ জুন) সকাল ৬টা ৩০ মিনিটে লখনৌতে পৌঁছায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অবতরণের কিছুক্ষণ পরই বিমানের বাম পাশে থাকা চাকায় ধোঁয়া ও স্ফুলিঙ্গ (স্পার্ক) দেখা যায়। পাইলট তৎক্ষণাৎ বিমান থামিয়ে কন্ট্রোল টাওয়ারে খবর দেন। পরে বিমানটিকে ধীরে ধীরে ট্যাক্সিওয়েতে সরিয়ে আনা হয় এবং সব যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়। বিমানবন্দরের জরুরি সাড়া দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফোম ও পানি ব্যবহার করে ২০ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে জানা যায়, হাইড্রোলিক লিকের কারণে চাকার অ্যাসেম্বলি অতিরিক্ত গরম হয়ে এই ত্রুটি সৃষ্টি হয়েছিল।
কর্তৃপক্ষ বলেছে, উড্ডয়নের সময় যদি এই ত্রুটি দেখা দিত, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে এসেছিল এবং যাত্রী ছাড়াই সৌদি আরবে ফেরার কথা ছিল।
এই ঘটনা ঘটে মাত্র কয়েকদিন পর, যখন ১২ জুন লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়া বিমান আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের পর মেঘানীনগরের একটি মেডিকেল কলেজে ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জন ও কলেজে থাকা ২৯ জন নিহত হন।