লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরে দ্রুতগামী একটি ডাম্পট্রাকের চাপায় অটোরিকশাতে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীরহাট সড়কের ‘বিইউ চৌধুরী ফিশারিজ’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় স্থানীয় জনতা সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন, সদর উপজেলার টুমচর এলাকার রফিক উল্যাহর ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও চররমণী মোহন এলাকার বাসিন্দা মুরাদ হোসেন (৩২)। আহত অটোরিকশাচালক আজাদ হোসেনকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে চর আলী হাসান থেকে একটি অটোরিকশাযোগে কয়েকজন যাত্রী মজু চৌধুরী হাট সড়কে প্রবেশ করলে সেখান থেকে ছেড়ে আসা একটি বালু ভর্তি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী মুরাদ হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় যাত্রী আনোয়ার ও আজাদকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসা করার জন্য আজাদকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনগণ সড়কে গাড়ি ভাঙচুর শুর করে। মারধর করতে থাকে চালকদের। পুলিশ এসে তাদের বাধা দিলে তারা পুলিশের ওপরও চড়াও হন। মারধর করা হয় এসআই নুরুল ইসলামকে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ড্রাম ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। চালককে ধরতে অভিযান চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।