Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : 

লক্ষ্মীপুরে ডাম্পট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৫) নামে এক এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপচালক রুবেল ও শ্রমিক সাগর। সাগরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কে (মজুচৌধুরীরহাট সড়ক) দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আহত রুবেল একই ইউনিয়নের রতনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ও পেশায় গাড়ি চালক। অপর আহত সাগরের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মজু চৌধুরীর হাট থেকে বালু নিয়ে ডাম্পট্রাকটি মান্দারীর দিকে যাচ্ছিল। লক্ষ্মীপুর-ভোলা মুজ চৌধুরীর হাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ডাম্পট্রাকে থাকা শ্রমিক আব্দুর রহিম মারা যান। ট্রাকচালক রুবেল হোসেন ও পিকআপের হেলপার সাগর হোসেন গুরুতর আহত হন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, আবদুর রহিম হাসপাতালে আনার আগে মারা যান। অপর দুজনের অবস্থায় আশঙ্কাজনক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ডাম্পট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়। এ ঘটনায় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক থেকে ক্ষতিগ্রস্ত দুটি ট্রাক সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

প্রকাশের সময় : ১২:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : 

লক্ষ্মীপুরে ডাম্পট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৫) নামে এক এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপচালক রুবেল ও শ্রমিক সাগর। সাগরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কে (মজুচৌধুরীরহাট সড়ক) দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আহত রুবেল একই ইউনিয়নের রতনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ও পেশায় গাড়ি চালক। অপর আহত সাগরের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মজু চৌধুরীর হাট থেকে বালু নিয়ে ডাম্পট্রাকটি মান্দারীর দিকে যাচ্ছিল। লক্ষ্মীপুর-ভোলা মুজ চৌধুরীর হাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ডাম্পট্রাকে থাকা শ্রমিক আব্দুর রহিম মারা যান। ট্রাকচালক রুবেল হোসেন ও পিকআপের হেলপার সাগর হোসেন গুরুতর আহত হন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, আবদুর রহিম হাসপাতালে আনার আগে মারা যান। অপর দুজনের অবস্থায় আশঙ্কাজনক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ডাম্পট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়। এ ঘটনায় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক থেকে ক্ষতিগ্রস্ত দুটি ট্রাক সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।