স্পোর্টস ডেস্ক :
রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ভারতের টেস্ট অধিনায়কের পদ ফাঁকা। এই জায়গায় সহজ নাম হতে পারত সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। ভারপ্রাপ্ত হিসেবে যখনই দায়িত্ব পেয়েছেন নিজের নেতৃত্বের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। তবে তিনি একটি কারণে আটকে যাচ্ছেন, ভারতীয় গণমাধ্যমগুলো বরং বলছে সম্ভাবনায় এগিয়ে ওপেনার শুবমান গিল।
আইপিএলের পর পরই ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। আইপিএলের মাঝেই তাই নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করা হতে পারে। হেডিংলিতে ২০ জুন ভারতের হয়ে টস করার ক্ষেত্রে এগিয়ে গিল।
অস্ট্রেলিয়ায় সর্বশেষ সফরে রোহিতের অনুপস্থিতিতে শুরুর দিকে ভারতকে নেতৃত্ব দেন বুমরাহ। প্রথম টেস্টে তার অধীনে জয়ও পায় ভারত। এর আগেও ভারপ্রাপ্ত দায়িত্বে রেখেছেন নিজের সামর্থ্যের ছাপ। দলের অপরিহার্য সদস্য, নেতৃত্বে মুন্সিয়ানা আছে তবু বুমরাহকে পিছিয়ে দিচ্ছে চোট।
পেস বোলার হওয়ায় প্রায়ই চোটে থাকেন বুমরাহ। অস্ট্রেলিয়া সফরের পর লম্বা সময় চোটে থাকায় খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেও তাকে মাঝে মাঝেই বিশ্রাম নিতে হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই আরেকটি কারণে গিলের দিকে ঝুঁকতে পারে। গিলের বয়স সবে ২৫। তার সামনে আছে দীর্ঘ ক্যারিয়ার। ব্যাটার হওয়ায় চোটের শঙ্কাও কম। ইতোমধ্যে আইপিএলে অধিনায়কত্ব করে নিজের সামর্থ্য দেখিয়েছেন গিল।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে ভারতের ফাস্ট-বোলিং আক্রমণের অল-ফরম্যাট প্রধান বোলার হিসেবে বুমরাহর ওয়ার্কলোড নির্বাচকদের জন্য উদ্বেগের কারণ। তারা তাই গিলকেই অধিনায়কত্বের সেরা বিকল্প ভাবছেন।
গিল কখনো টেস্ট ম্যাচ বা ওয়ানডেতে নেতৃত্ব দেননি, তবে তিনি পাঁচটি টি-টোয়েন্টিতে দলের নেতৃত্ব দিয়েছেন, সবগুলোই ২০২৪ সালের মাঝামাঝি সময়ে জিম্বাবুয়ে সফরে, সেই দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বেশ কয়েকজন প্রথম পছন্দের খেলোয়াড় ছিলেন না।
গিল ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য। এ পর্যন্ত ৩২টি টেস্ট খেলেছেন, যেখানে ৫টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিসহ ৩৫.০৫ গড়ে ১৮৯৩ রান করেছেন। গিলের ব্যাটিং পরিসংখ্যান অবশ্য ভারতের মতন শক্তিশালী দলের বিচারে এখনো বেশ সাদামাটা। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬১টি ম্যাচ খেলা শুভমান ব্যাটার হিসেবেও যথেষ্ট অভিজ্ঞ। বাড়তি দায়িত্ব সামলানোর ক্ষমতা যে রয়েছে, সেটা আইপিএলে প্রমাণিত। ঠান্ডা মাথায় ম্যাচ পরিচালনা করার দক্ষতা রয়েছে তার। তরুণ শুভমানের কাঁধেই তাই দায়িত্ব দিতে পারে বোর্ড।
টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে অনেক জায়গায় ঋষভ পান্ত এবং লোকেশ রাহুলের নামও শোনা যাচ্ছে। কিন্তু পান্ত একেবারেই ফর্মে নেই। এমন একটা সময় তাঁর কাঁধে টেস্ট দলের দায়িত্ব দেওয়ার ঝুঁকি নেবে না বোর্ড। রাহুল আইপিএলেই নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এড়িয়ে গিয়েছেন। তিনি ভারতীয় দলের অধিনায়ক হতে চাইবেন কি না এমন প্রশ্নও থাকছে।
বোর্ডের কাছে শুভমানকে অধিনায়ক করা ছাড়া আর তেমন কোনও বিকল্প নেই। ইংল্যান্ডের মাটিতে তাই শুভমানের নেতৃত্বে ভারতীয় দলকে নামতে দেখলে খুব অবাক হওয়ার কিছু থাকবে না।