Dhaka বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয় : পররাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২২৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়। মিয়ানমারের জনগণ যে সংকটের সম্মুখীন হয়েছে, তা আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। প্রতিবছর ৩২ হাজার শিশু এর সঙ্গে যুক্ত হচ্ছে। সম্প্রতি আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে। আমরা মনে করি রোহিঙ্গাদের প্রত্যাবাসন এই সমস্যার সমাধান করতে পারে।

কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ ইস্যুতে কাজ করা।

প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি রিচার্ড ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তৌহিদ হোসেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে : সালাহউদ্দিন আহমেদ

রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয় : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০১:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়। মিয়ানমারের জনগণ যে সংকটের সম্মুখীন হয়েছে, তা আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। প্রতিবছর ৩২ হাজার শিশু এর সঙ্গে যুক্ত হচ্ছে। সম্প্রতি আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে। আমরা মনে করি রোহিঙ্গাদের প্রত্যাবাসন এই সমস্যার সমাধান করতে পারে।

কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ ইস্যুতে কাজ করা।

প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি রিচার্ড ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তৌহিদ হোসেন।