Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্প থেকে দুটি জি-৩ রাইফেলসহ আরসা সন্ত্রাসী আটক

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে মোহাম্মদ ইলিয়াস (২৬) নামে আরকান রোহিঙ্গা স্যলভেশন আর্মির (আরসা) এক সদস্যকে আটক করেছে। তাঁর কাছ থেকে দুটি জি-৩ রাইফেল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/৩৫ ব্লকে এ অভিযান চালানো হয়।

মোহাম্মদ ইলিয়াস ১১ নম্বর ক্যাম্পের এ/১৫ সাব ব্লকের বাসিন্দা হাসান আহমেদের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

এডিআইজি ইকবাল বলেন, উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন এ-ব্লকের কবরস্থানের পাশে অস্ত্রধারী ব্যক্তিরা অপরাধ সংঘটনের উদ্দ্যেশে অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় এপিবিএন সদস্যদের লক্ষ্য করে অস্ত্রধারীরা অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার জন্য তারাও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় আরসা’র এক শীর্ষ কমান্ডার ইলিয়াসকে এপিবিএনের সদস্যরা আটক করে।

এ সময় তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে দুটি বিদেশি জি-৩ রাইফেল এবং ৫০টি গুলি উদ্ধারের খবরও জানান এপিবিএনের এ কর্মকর্তা।

তিনি বলেন, আটক যুবক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে আরসা’র সক্রিয় সদস্য। উদ্ধার করা অস্ত্র ও গুলি সে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আরসা কমান্ডার জিয়াউর রহমানের কাছে নিয়ে যাচ্ছিল।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এডিআইজি মোহাম্মদ ইকবাল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

রোহিঙ্গা ক্যাম্প থেকে দুটি জি-৩ রাইফেলসহ আরসা সন্ত্রাসী আটক

প্রকাশের সময় : ০১:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে মোহাম্মদ ইলিয়াস (২৬) নামে আরকান রোহিঙ্গা স্যলভেশন আর্মির (আরসা) এক সদস্যকে আটক করেছে। তাঁর কাছ থেকে দুটি জি-৩ রাইফেল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/৩৫ ব্লকে এ অভিযান চালানো হয়।

মোহাম্মদ ইলিয়াস ১১ নম্বর ক্যাম্পের এ/১৫ সাব ব্লকের বাসিন্দা হাসান আহমেদের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

এডিআইজি ইকবাল বলেন, উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন এ-ব্লকের কবরস্থানের পাশে অস্ত্রধারী ব্যক্তিরা অপরাধ সংঘটনের উদ্দ্যেশে অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় এপিবিএন সদস্যদের লক্ষ্য করে অস্ত্রধারীরা অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার জন্য তারাও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় আরসা’র এক শীর্ষ কমান্ডার ইলিয়াসকে এপিবিএনের সদস্যরা আটক করে।

এ সময় তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে দুটি বিদেশি জি-৩ রাইফেল এবং ৫০টি গুলি উদ্ধারের খবরও জানান এপিবিএনের এ কর্মকর্তা।

তিনি বলেন, আটক যুবক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে আরসা’র সক্রিয় সদস্য। উদ্ধার করা অস্ত্র ও গুলি সে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আরসা কমান্ডার জিয়াউর রহমানের কাছে নিয়ে যাচ্ছিল।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এডিআইজি মোহাম্মদ ইকবাল।