কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১৭ এলাকায় আরসা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে আরসার শীর্ষ সন্ত্রাসী হুসেন মাঝি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম জব্দ করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হোসেন আহমেদ কায়সার (৩৫) উখিয়ার ক্যাম্প-১৭ ব্লক-এইস/৭৯ এর জাফর হোসেনের ছেলে। তিনি হুসেন মাঝি হিসেবে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।
তিনি বলেন, ভোরে ক্যাম্প-১৭ এলাকায় আরসার শীর্ষ কমান্ডার হোসেন আহমেদ কায়সারের অবস্থান জেনে অভিযানে যান এপিবিএনের সদস্যরা। আরসার সদস্যরা পুলিশের ওপর গুলি ছুড়েন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গুলিতে আরসার শীর্ষ কমান্ডার হোসেন আহমেদ কায়সার নিহত হন। এ সময় দুটি ওয়ান শুটারগান গান, ছয় রাউন্ড গুলি ও ওয়াকি টকি জব্দ করা হয়।
তিনি আরো বলেন, নিহত হুসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি। অভিযান এখনো চলমান। বাকি সন্ত্রাসীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। বিস্তারিত পরে জানানো হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্প-১৭-এ আরসা ও এপিবিএন সদস্যদের গোলাগুলি ঘটে। আরসার এক কমান্ডার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে আমরা মরদেহের সুরতহাল করি। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
কক্সবাজার জেলা প্রতিনিধি 




















