Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে শিশুসহ আহত ৪

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (৮ মে) সকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প-৮ ডব্লিউ) এ ঘটনা ঘটে।

এপিবিএন-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- করিম উল্লাহ (৫৫), ওমর ফারুক (৭), জসিম (৬), মোহাম্মদ ফারুক (৭)।

জানা যায়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্ট এর এ/২০ ব্লকের ১৫-২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ক্যাম্প-৮ ইস্টের বি-৬২ ব্লকে অবস্থান করা আরএসও গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দু’গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিন শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে দুই গ্রুপই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীদের সশস্ত্র দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার রোহিঙ্গা ছররা গুলিতে আহত হয়েছেন। সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে সাঁড়াশি অভিযান চলছে। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনা সম্পর্কে এপিবিএন এখনো বিস্তারিত কিছুই জানায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ বলেন, দুপুরে দু’পক্ষের সন্ত্রাসীরা হঠাৎ গোলাগুলি শুরু করে। এ সময় ক্যাম্পের ভেতরে দোকানে বসা এক ব্যক্তি ও তিন শিশু গুলিবিদ্ধ হয়। তাদেরকে ক্যাম্পের এসজিও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এগুলো এখন ক্যাম্পের নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অন্যান্য সময় রাতে ঘটলেও সোমবার দিনের বেলায় ঘটেছে। অধিকাংশ ক্যাম্প পাহাড় বেষ্টিত হওয়ায় অপরাধীরা গা ঢাকা দিতে পারে। আজকেও তারা ঘটনার পর পরই গা ঢাকা দিয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে শিশুসহ আহত ৪

প্রকাশের সময় : ০৬:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (৮ মে) সকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প-৮ ডব্লিউ) এ ঘটনা ঘটে।

এপিবিএন-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- করিম উল্লাহ (৫৫), ওমর ফারুক (৭), জসিম (৬), মোহাম্মদ ফারুক (৭)।

জানা যায়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্ট এর এ/২০ ব্লকের ১৫-২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ক্যাম্প-৮ ইস্টের বি-৬২ ব্লকে অবস্থান করা আরএসও গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দু’গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিন শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে দুই গ্রুপই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীদের সশস্ত্র দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার রোহিঙ্গা ছররা গুলিতে আহত হয়েছেন। সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে সাঁড়াশি অভিযান চলছে। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনা সম্পর্কে এপিবিএন এখনো বিস্তারিত কিছুই জানায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ বলেন, দুপুরে দু’পক্ষের সন্ত্রাসীরা হঠাৎ গোলাগুলি শুরু করে। এ সময় ক্যাম্পের ভেতরে দোকানে বসা এক ব্যক্তি ও তিন শিশু গুলিবিদ্ধ হয়। তাদেরকে ক্যাম্পের এসজিও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এগুলো এখন ক্যাম্পের নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অন্যান্য সময় রাতে ঘটলেও সোমবার দিনের বেলায় ঘটেছে। অধিকাংশ ক্যাম্প পাহাড় বেষ্টিত হওয়ায় অপরাধীরা গা ঢাকা দিতে পারে। আজকেও তারা ঘটনার পর পরই গা ঢাকা দিয়েছে।