স্পোর্টস ডেস্ক :
সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে গত কয়েকদিন ফুটবলবিশ্ব বুঁদ হয়েছিল মেসি বন্দনায়। অন্যদিকে অনেকেই বলতে শুরু করেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো অধ্যায় ফুরিয়ে যাওয়ার কথা! কিন্তু সিআরসেভেন যে এখনই ফুরিয়ে যাননি, সেটার প্রমাণ দিলেন গতরাতেও। বুড়ো হাড়ের ভেল্কি তিনি। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে পিছিয়ে পড়া দলকে জোড়া গোলে দুর্দান্ত এক জয় এনে দিলেন পর্তুগিজ যুবরাজ। ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেওয়ার আগে কখনোই আরব কাপের ফাইনালে উঠতে পারেনি আল নাসের। এবার রোনালদোকে সেনাপতি করে নতুন রণে নেমেছিল নাসের। আর প্রথম যুদ্ধেই বাজিমাৎ।
শনিবার (১২ আগস্ট) আল হিলালকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন রোনালদো, যা আল নাসরের হয়ে পর্তুগিজ তারকার প্রথম। প্রথমবার শিরোপা জিতে ভীষণ খুশিও তিনি। সেটিও আবার নিজের করা জোড়া গোলে।

ম্যাচের ৫১ মিনিটে আল হিলাল গোল করে লিড নেয়। এরপর পিছিয়ে পড়া আল নাসেরকে প্রথমে গোল করে সমতায় ফেরান ম্যাচের ৭৪তম মিনিটে। তবে সেখানেই থেমে থাকেননি রোনালদো। দলকে তখনও প্রথমবারের মতো আরব কাপ এনে দেওয়া বাকি। নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ৮ম মিনিটের মাথায় হেড দিয়ে গোল করে আল নাসেরকে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে নেন রোনালদোই।
যদিও মাঠে থেকে দলের জয় শেষ পর্যন্ত দেখতে পারেননি রোনালদো। ১১৫তম মিনিট বাঁ হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন রোনালদো। তবে মাঠ ছাড়ার আগে দলের জয় নিশ্চিত করে রোনালদো। আল হিলালের বিপক্ষে ২-১ গোলের জয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আরব ক্লাব কাপের শিরোপা জয় করে আল নাসের।

ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবে নাম লিখিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা যেমন করেছেন। তেমনই আল নাসরের জন্যও নতুন এক ইতিহাস লেখা শুরু তার হাত ধরেই। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি কখনোই আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে উঠতে পারেনি। তবে রোনালদোর হাত ধরেই নতুন ইতিহাস লিখল ক্লাবটি। সেমিফাইনালে গোল করে আল নাসরকে প্রথমবারের মতো নিয়ে গেলেন আরব কাপের ফাইনালে। এরপর ফাইনালে নতুন করে ইতিহাস লিখলেন সেই রোনালদোই।
আরব কাপের শেষ ষোলোতে ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করে দলকে তুলেছিলেন কোয়ার্টার ফাইনালে। তারপর রাজা কাসাব্লাঙ্কার বিপক্ষে আরেকটি দুর্দান্ত গোল করে দলকে তুললেন সেমিফাইনালে। আর ফাইনালে জোড়া গোল করে দলকে এনে দিলেন শিরোপা।
ফাইনালে ম্যাচে তখন ৭১ মিনিট। এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় আল নাসের পরিণত হলো দশজনের দলে। এর তিন মিনিট পরই গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সমতায় ফিরল দল। ৭৮ মিনিটে লাল কার্ড দেখলেন আল নাসেরের আরও একজন। যদিও সেই খেলোয়াড় ছিলেন মাঠের বাইরে। নব্বই মিনিটের খেলা সমতায় শেষের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮তম মিনিটে আবারও রোনালদোর গোল।
আল নাসর ২, আল হিলাল ১। ঘটনার এখানেই শেষ নয়। কিছুক্ষণ পর লাল কার্ড দেখেন আল নাসর কোচ, ছেড়ে যান ডাগআউট।
ম্যাচের ১১৫তম মিনিটে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যেতে হয় রোনালদোকেই। তবে সব বাধা ডিঙিয়ে শেষ পর্যন্ত আল হিলালকে ২-১ গোলের ব্যবধানে প্রথমবারের মতো আরব কাপের শিরোপা ঘরে তুলল আল নাসের।

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ৪২ বছরের ইতিহাসে এবারই প্রথম শিরোপা জিতেছে আল নাসর। চ্যাম্পিয়ন হওয়ার পুরো অবদানই রোনালদোর। ছয় ম্যাচে ৬ গোল করে গোল্ডেন বুট জেতা সাবেক রিয়াল মাদ্রিদ তারকার অবদান অনস্বীকার্য।
ক্যারিয়ারে ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে অসংখ্য শিরোপা জেতা রোনালদোর কাছে এবারের শিরোপাটি একেবারেই আলাদা। কারণ ইউরোপের ফুটবল ছাড়ার পর এটাই তার প্রথম শিরোপা।
সামাজিক মাধ্যমে শিরোপা জয়ের পর ম্যাচের কয়েকটি ছবি দিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন রোনালদো। তিনি লিখেছেন, দলকে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ শিরোপাটি জেতাতে সহায়তা করতে পেরে গর্ব অনুভব করছি। ক্লাবের দুর্দান্ত এই অর্জনের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে ধন্যবাদ। সঙ্গে আমার পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ, যারা সব সময় পাশে ছিল। আমাদের সমর্থকেরা দুর্দান্ত সমর্থন দিয়েছে। এটা তাদেরও।
স্পোর্টস ডেস্ক 

























