Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদো ম্যাজিকে আল নাসরের দুর্দান্ত জয়

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • ২০৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দারুণ ফর্মে রয়েছে ৩৮ বছর বয়সী পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু তার গোল ক্ষুধা যেন কমছেই না। একের পর এক গোল করেই যাচ্ছেন। সম্প্রতি ঘোষণা দিয়েছেন ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার। তিনি যেন সেই কথার প্রতিফলনই ঘটাচ্ছেন।

আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই পিছিয়ে পড়া দলকে পূর্ণাঙ্গ পয়েন্ট পাইয়ে দিয়ে মাঠ ছাড়লেন রোনালদো। এ নিয়ে সৌদি প্রো লিগের শেষ ৫ ম্যাচে চতুর্থ জয় তুলে নিলো আল নাসর। সেই সঙ্গে দামাককে হারিয়ে পয়েন্ট তালিকায় বেনজেমার দল আল ইত্তিহাদকে পেছনে ফেলেছে রোনালদোরা।

শনিবার (২১ অক্টোবর) সৌদি প্রো লিগের ম্যাচে কিং সউদ ইউনিভার্সিটি মাঠে দামাক এফসির বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত রোনালদো গোলে ২-১ জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর।

প্রথমার্ধে বল দখলে আল নাসর এগিয়ে থাকলেও আক্রমণে পিছিয়ে ছিল তারা। রোনালদোর দল পুরো ম্যাচে ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখে মাত্র ২টি অন্যদিকে দামাক ১৬টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৬টি। তবে ম্যাচে প্রথম জোড়ালো আক্রমণটা করেছিল আল নাসরই।

তবে ম্যাচে প্রথম জোরালো আক্রমণটা কিন্তু করেছিল আল নাসরই। সেটি ছিল ম্যাচের ২০তম মিনিটে। মাঝমাঠের একটু ভেতর থেকে আল খাইবারি দূরপাল্লার যে শট নিয়েছিলেন সেটি ফিরিয়ে দেন দামাকের গোলরক্ষক। প্রথমার্ধের বিরতির ৪ মিনিট আগে আল নাসর গোল প্রায় খেয়েই বসেছিল। কিন্তু নাসরের গোলরক্ষক আল নাজ্জারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ আসান সিসে।

তবে প্রথমার্ধের বিরতির আগে যোগ করা সময়ে গোল খেয়ে বসে আল নাসর। দামাকে খেলোয়াড়রা নিজেদের ডি বক্সে রোনালদোর পা থেকে বল কেড়ে নিয়ে কাউন্টার অ্যাটাকে ডান প্রান্ত দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল আদায় করেন দামাকের উইঙ্গার এনকৌদু।

বিরতির আগে এক গোলে পিছিয়ে আল নাসর দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলতে থাকে। ৪৮ মিনিটে রোনালদো গোল করলেও সেটি বাতিল হয় অফসাইডের কারণে। তবে ৫২ মিনিটে তালিসকার ফ্রি–কিক গোলে ম্যাচে সমতা ফিরিয়ে চাপ কমায় আল নাসর। ফ্রি-কিক নেওয়ার জন্য এ সময় তালিসকার সঙ্গে দাঁড়িয়েছিলেন রোনালদোও। দামাকের গোলরক্ষক ও ডিফেন্ডাররা ভেবেছিলেন রোনালদোই হয়তো ফ্রি–কিক নেবেন। কিন্তু আচমকা ফ্রি–কিকটি নেন তালিসকা। কাছের পোস্ট ঘেঁষে বল জালে জড়ালে সেটি থামানোর কোনো উপায় ছিল না দামাক গোলরক্ষকের।

চার মিনিট পর আবার ফ্রি-কিক পায় আল নাসর। কিন্তু এবার অন্য কেউ নন, রোনালদো নিজেই নেন শটটি। তাঁর ট্রেডমার্ক ফ্রি–কিক তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না দামাক গোলরক্ষকের। এটি তাঁর ক্লাব ক্যারিয়ারের ৫০তম ফ্রি–কিক গোল এবং সব মিলিয়ে ৬১। আর রোনালদো ফ্রি–কিকে গোল করলেন প্রায় ৭ মাস পর। সর্বশেষ গত মার্চে পর্তুগালের জার্সিতে লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করেছিলেন ‘সিআর সেভেন’।

দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান রোনালদো। ৭৯ মিনিটে তাঁর শট বারের ওপর দিয়ে যায়। অন্যদিকে দামাকও চেষ্টা করেছিল ম্যাচে ফেরার। কিন্তু কোনো দলই আর গোল পায়নি। জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।

এই জয়ে ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসে তারা। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-হিলাল। সমান ম্যাচে আল তাউনের সংগ্রহ ২৩ পয়েন্ট।

দলকে জিতিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন রোনালদো। ম্যাচের একাধিক ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘স্টেডিয়ামের পরিবেশ আজ অবিশ্বাস্য ছিল। জিততে পেরে আনন্দিত এবং প্রতি ম্যাচেই এমন কঠোর পরিশ্রম চালিয়ে যাব। ভক্তদের ধন্যবাদ এমন দারুণভাবে সম্মানিত করার জন্য।’

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

রোনালদো ম্যাজিকে আল নাসরের দুর্দান্ত জয়

প্রকাশের সময় : ০৪:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

দারুণ ফর্মে রয়েছে ৩৮ বছর বয়সী পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু তার গোল ক্ষুধা যেন কমছেই না। একের পর এক গোল করেই যাচ্ছেন। সম্প্রতি ঘোষণা দিয়েছেন ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার। তিনি যেন সেই কথার প্রতিফলনই ঘটাচ্ছেন।

আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই পিছিয়ে পড়া দলকে পূর্ণাঙ্গ পয়েন্ট পাইয়ে দিয়ে মাঠ ছাড়লেন রোনালদো। এ নিয়ে সৌদি প্রো লিগের শেষ ৫ ম্যাচে চতুর্থ জয় তুলে নিলো আল নাসর। সেই সঙ্গে দামাককে হারিয়ে পয়েন্ট তালিকায় বেনজেমার দল আল ইত্তিহাদকে পেছনে ফেলেছে রোনালদোরা।

শনিবার (২১ অক্টোবর) সৌদি প্রো লিগের ম্যাচে কিং সউদ ইউনিভার্সিটি মাঠে দামাক এফসির বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত রোনালদো গোলে ২-১ জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর।

প্রথমার্ধে বল দখলে আল নাসর এগিয়ে থাকলেও আক্রমণে পিছিয়ে ছিল তারা। রোনালদোর দল পুরো ম্যাচে ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখে মাত্র ২টি অন্যদিকে দামাক ১৬টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৬টি। তবে ম্যাচে প্রথম জোড়ালো আক্রমণটা করেছিল আল নাসরই।

তবে ম্যাচে প্রথম জোরালো আক্রমণটা কিন্তু করেছিল আল নাসরই। সেটি ছিল ম্যাচের ২০তম মিনিটে। মাঝমাঠের একটু ভেতর থেকে আল খাইবারি দূরপাল্লার যে শট নিয়েছিলেন সেটি ফিরিয়ে দেন দামাকের গোলরক্ষক। প্রথমার্ধের বিরতির ৪ মিনিট আগে আল নাসর গোল প্রায় খেয়েই বসেছিল। কিন্তু নাসরের গোলরক্ষক আল নাজ্জারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ আসান সিসে।

তবে প্রথমার্ধের বিরতির আগে যোগ করা সময়ে গোল খেয়ে বসে আল নাসর। দামাকে খেলোয়াড়রা নিজেদের ডি বক্সে রোনালদোর পা থেকে বল কেড়ে নিয়ে কাউন্টার অ্যাটাকে ডান প্রান্ত দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল আদায় করেন দামাকের উইঙ্গার এনকৌদু।

বিরতির আগে এক গোলে পিছিয়ে আল নাসর দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলতে থাকে। ৪৮ মিনিটে রোনালদো গোল করলেও সেটি বাতিল হয় অফসাইডের কারণে। তবে ৫২ মিনিটে তালিসকার ফ্রি–কিক গোলে ম্যাচে সমতা ফিরিয়ে চাপ কমায় আল নাসর। ফ্রি-কিক নেওয়ার জন্য এ সময় তালিসকার সঙ্গে দাঁড়িয়েছিলেন রোনালদোও। দামাকের গোলরক্ষক ও ডিফেন্ডাররা ভেবেছিলেন রোনালদোই হয়তো ফ্রি–কিক নেবেন। কিন্তু আচমকা ফ্রি–কিকটি নেন তালিসকা। কাছের পোস্ট ঘেঁষে বল জালে জড়ালে সেটি থামানোর কোনো উপায় ছিল না দামাক গোলরক্ষকের।

চার মিনিট পর আবার ফ্রি-কিক পায় আল নাসর। কিন্তু এবার অন্য কেউ নন, রোনালদো নিজেই নেন শটটি। তাঁর ট্রেডমার্ক ফ্রি–কিক তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না দামাক গোলরক্ষকের। এটি তাঁর ক্লাব ক্যারিয়ারের ৫০তম ফ্রি–কিক গোল এবং সব মিলিয়ে ৬১। আর রোনালদো ফ্রি–কিকে গোল করলেন প্রায় ৭ মাস পর। সর্বশেষ গত মার্চে পর্তুগালের জার্সিতে লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করেছিলেন ‘সিআর সেভেন’।

দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান রোনালদো। ৭৯ মিনিটে তাঁর শট বারের ওপর দিয়ে যায়। অন্যদিকে দামাকও চেষ্টা করেছিল ম্যাচে ফেরার। কিন্তু কোনো দলই আর গোল পায়নি। জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।

এই জয়ে ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসে তারা। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-হিলাল। সমান ম্যাচে আল তাউনের সংগ্রহ ২৩ পয়েন্ট।

দলকে জিতিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন রোনালদো। ম্যাচের একাধিক ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘স্টেডিয়ামের পরিবেশ আজ অবিশ্বাস্য ছিল। জিততে পেরে আনন্দিত এবং প্রতি ম্যাচেই এমন কঠোর পরিশ্রম চালিয়ে যাব। ভক্তদের ধন্যবাদ এমন দারুণভাবে সম্মানিত করার জন্য।’