Dhaka বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোর রেকর্ডের দিনে আল নাসর বড় জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ১৯৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক  : 

ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই অসংখ্য রেকর্ড আর ইতিহাস। কথায় বলে, রোনালদো রেকর্ড অনুসরণ করে চলেন না বরং রেকর্ডই এই পর্তুগীজ মহাতারকাকে অনুসরণ করে। সেই কথারই যেন প্রমাণ মিলল আরও একবার। সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসের। ইত্তিহাদের বিপক্ষে এই ম্যাচে জোড়া গোল করেছেন সিআরসেভেন, আর তাতে ৪-২ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে তাঁর দল, নিজেও গড়েছেন অসাধারণ এক ইতিহাস।

সোমবার (২৭ মে) ইত্তিহাদের বিপক্ষে জোড়া গোল করে দলের জয়ে অবদান রাখার পাশাপাশি সৌদি লিগের ইতিহাসেও অনন্য নজির গড়েছেন রোনালদো। প্রো লিগের ইতিহাসে এক মৌসুমে সবথেকে বেশি গোল করার রেকর্ড গড়েছেন তিনি।

চলতি মৌসুমে সৌদি লিগে রোনালদো গোল করেছেন মোট ৩৫টি। এতেই লিগের ইতিহাসে এক মৌসুমে সবথেকে বেশি গোল করার রেকর্ড গড়েন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল মরোক্কান ফরোয়ার্ড আবুলরাজ্জাক হামদাল্লাহর নামে। তিনি এক মৌসুমে করেছিলেন ৩৪টি গোল।

এই ম্যাচে আল ইত্তিহাদ রোনালদোর দলের বিপক্ষে তেমন কোনো সুবিধাই করতে পারেনি। টানা ৩ গোল হজম করে তারা।

অবশ্য তাদের ব্যাকফুটে চলে যাওয়ার কারণও আছে। ম্যাচের ৬৬ মিনিটে আল ইত্তিহাদের তারকা সুয়াইলেম আল ম্যানহালি লালকার্ড দেখেন। এতে ১০ দলের পরিণত হয় সফরকারীরা। সেই সুযোগটিই কাজে লাগায় রোনালদোর আল নাসর। গোল করে ব্যবধানও বাড়িয়ে নেয় তারা।

সুয়াইলেম লালকার্ড দেখার ৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল হজম করে আল ইত্তিহাদ। নিজের দ্বিতীয় গোল করে আল নাসরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো।

৭৯ মিনিটে পেলান্টি থেকে গোল করেন আল নাসরের আব্দুলরহমান গরিব। এতে ৩ গোলের লিড নেয় আল নাসর।

শেষ মুহূর্তে ম্যাচে ফেরার চেষ্টা করে আল ইত্তিহাদ। ৮৮ মিনিটে প্রথম গোল করে অতিথিরা। ব্যবধান কমান (৩-১ফারাহ আল শামরানি। ৯২ মিনিটে গোল করে ব্যবধান ৩-২ তে নামিয়ে আনেন আল ইত্তিহাদের তারকা ফাবিনহো।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে আরও একটি গোল করে আল নাসর। ৯৫ মিনিটে মেসহারি আল নামিরের গোলে ব্যবধান ৪-২ করে স্বাগতিকরা। অবশেষে দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।

সদ্য সমাপ্ত এই মৌসুমে আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে আল হিলাল। ৩৪ ম্যাচে আল হিলালের পয়েন্ট ৯৬। আর ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে আল নাসর। তৃতীয় স্থানে থাকা আল আহলির পয়েন্ট ৬৫।

২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসরে যোগ দেন রোনালদো। ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো আল-নাসরেও বারবার প্রমাণ করেছেন নিজের গোলের ক্ষুধা। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৬৯ ম্যাচে করেছেন ৬৪ গোল। আর চলতি মৌসুমে ৪৪ ম্যাচে রোনালদো গোল করেছেন ৪৪টি।

রেকর্ড ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে রোনালদো লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’ চলতি মৌসুমে সিআরসেভেনের সামনে বাকি আর একটি ম্যাচ। সেই ম্যাচে আছে শিরোপা জয়ের সম্ভাবনা। শুক্রবার রাতে কিং কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের মুখোমুখি হবে আল নাসর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রোনালদোর রেকর্ডের দিনে আল নাসর বড় জয়

প্রকাশের সময় : ১২:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক  : 

ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই অসংখ্য রেকর্ড আর ইতিহাস। কথায় বলে, রোনালদো রেকর্ড অনুসরণ করে চলেন না বরং রেকর্ডই এই পর্তুগীজ মহাতারকাকে অনুসরণ করে। সেই কথারই যেন প্রমাণ মিলল আরও একবার। সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসের। ইত্তিহাদের বিপক্ষে এই ম্যাচে জোড়া গোল করেছেন সিআরসেভেন, আর তাতে ৪-২ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে তাঁর দল, নিজেও গড়েছেন অসাধারণ এক ইতিহাস।

সোমবার (২৭ মে) ইত্তিহাদের বিপক্ষে জোড়া গোল করে দলের জয়ে অবদান রাখার পাশাপাশি সৌদি লিগের ইতিহাসেও অনন্য নজির গড়েছেন রোনালদো। প্রো লিগের ইতিহাসে এক মৌসুমে সবথেকে বেশি গোল করার রেকর্ড গড়েছেন তিনি।

চলতি মৌসুমে সৌদি লিগে রোনালদো গোল করেছেন মোট ৩৫টি। এতেই লিগের ইতিহাসে এক মৌসুমে সবথেকে বেশি গোল করার রেকর্ড গড়েন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল মরোক্কান ফরোয়ার্ড আবুলরাজ্জাক হামদাল্লাহর নামে। তিনি এক মৌসুমে করেছিলেন ৩৪টি গোল।

এই ম্যাচে আল ইত্তিহাদ রোনালদোর দলের বিপক্ষে তেমন কোনো সুবিধাই করতে পারেনি। টানা ৩ গোল হজম করে তারা।

অবশ্য তাদের ব্যাকফুটে চলে যাওয়ার কারণও আছে। ম্যাচের ৬৬ মিনিটে আল ইত্তিহাদের তারকা সুয়াইলেম আল ম্যানহালি লালকার্ড দেখেন। এতে ১০ দলের পরিণত হয় সফরকারীরা। সেই সুযোগটিই কাজে লাগায় রোনালদোর আল নাসর। গোল করে ব্যবধানও বাড়িয়ে নেয় তারা।

সুয়াইলেম লালকার্ড দেখার ৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল হজম করে আল ইত্তিহাদ। নিজের দ্বিতীয় গোল করে আল নাসরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো।

৭৯ মিনিটে পেলান্টি থেকে গোল করেন আল নাসরের আব্দুলরহমান গরিব। এতে ৩ গোলের লিড নেয় আল নাসর।

শেষ মুহূর্তে ম্যাচে ফেরার চেষ্টা করে আল ইত্তিহাদ। ৮৮ মিনিটে প্রথম গোল করে অতিথিরা। ব্যবধান কমান (৩-১ফারাহ আল শামরানি। ৯২ মিনিটে গোল করে ব্যবধান ৩-২ তে নামিয়ে আনেন আল ইত্তিহাদের তারকা ফাবিনহো।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে আরও একটি গোল করে আল নাসর। ৯৫ মিনিটে মেসহারি আল নামিরের গোলে ব্যবধান ৪-২ করে স্বাগতিকরা। অবশেষে দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।

সদ্য সমাপ্ত এই মৌসুমে আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে আল হিলাল। ৩৪ ম্যাচে আল হিলালের পয়েন্ট ৯৬। আর ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে আল নাসর। তৃতীয় স্থানে থাকা আল আহলির পয়েন্ট ৬৫।

২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসরে যোগ দেন রোনালদো। ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো আল-নাসরেও বারবার প্রমাণ করেছেন নিজের গোলের ক্ষুধা। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৬৯ ম্যাচে করেছেন ৬৪ গোল। আর চলতি মৌসুমে ৪৪ ম্যাচে রোনালদো গোল করেছেন ৪৪টি।

রেকর্ড ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে রোনালদো লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’ চলতি মৌসুমে সিআরসেভেনের সামনে বাকি আর একটি ম্যাচ। সেই ম্যাচে আছে শিরোপা জয়ের সম্ভাবনা। শুক্রবার রাতে কিং কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের মুখোমুখি হবে আল নাসর।