Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোর মাইলফলকের ম্যাচে আল-নাসরের বড় জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • ১৯৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ক্রিশ্চিয়ানো রোনালদো যেন আল নাসেরের ত্রাণকর্তা! শেষ দুই ম্যাচে সিআর সেভেন গোল পাননি,জয়ের দেখা পায়নি দলও। অবশেষে শুক্রবার (৮ ডিসেম্বর) সউদী প্রো লীগে গোলে দেখা পেলেন এই পর্তুগীজ মহাতারকা,আর তাতে জয় পেল নাসেরও। চলতি মৌসুমে আল নাসরের হয়ে প্রায়ই গোল করছেন তিনি।

শুক্রবার (৮ ডিসেম্বর) মাইলফলকের ম্যাচেও জালের দেখা পেয়েছেন পর্তুগিজ এই তারকা। সৌদি প্রো লিগে গতরাতে আল রিয়াদের বিপক্ষে খেলা ম্যাচটি ছিল রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ১২০০তম ম্যাচ! এমন উপলক্ষ পেয়ে রোনালদো নিজেও দারুণ উজ্জীবিত ছিলেন। রিয়াদকে ৪-১ গোলে হারানোর পথে গোল করার পাশাপাশি এক গোল করিয়েছেন সতীর্থকে দিয়েও।

পুরো ম্যাচে দাপট ছিল আল নাসরের। ৬৭ শতাংশ বলের দখল রাখা আল নাসর ২২টি শট নিয়ে ৮টিই রাখে লক্ষ্যে। অন্য দিকে আল রিয়াদ পুরো ম্যাচে কেবল একটি শটই নিতে পেরেছে।

ম্যাচের ৩১তম মিনিটে আল-নাসরকে লিড এনে দেন রোনালদোই। সাদিও মানের ক্রস গোলবারের সামনে পেয়ে নিঁখুত শটে জালে জড়ান পর্তুগিজ সুপারস্টার। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও এক গোল দিয়ে ব্যবধান দ্বিগুণ করে আল-নাসর। এই গোলেও অবদান রোনালদোর। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে ডি বক্সে ওতাভিওর উদ্দেশে আলতো ক্রস দেন তিনি। দারুণ হেডে বল জালে জড়াতে কোনো ভুল করেননি ওতাভিও।

দ্বিতীয়ার্ধের পুরো সময়টা নিজের করে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকা। এই অর্ধে জোড়া গোল পান তিনি। তাতে ৬৭ মিনিটে আল-রিয়াদ এক গোল শোধ করলেও ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর।

সৌদি প্রো লিগে এবারের মৌসুমে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন রোনালদো। এখনো পর্যন্ত ১৬ গোল করে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা তিনি। গোল সহায়তায়ও আছেন সবার ওপরে। ১৫ ম্যাচে তার অ্যাসিস্ট ৮টি।

এই ১২০০ ম্যাচ পূরণ করতে রোনালদো খেলেছেন স্পোর্তিং (৩১), ম্যানচেস্টার ইউনাইটেড (৩৪৬), রিয়াল মাদ্রিদ (৪৩৮), জুভেন্টাস (১৩৪), আল নাসর (৪৬) এবং পর্তুগালের (২০৫) জার্সিতে।

এরপর যোগ করা সময়ে পর্তুগিজ সতীর্থ ওতাভিও করা গোলটিতে সহায়তা করেছেন রোনালদো। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে বল বাড়ান ওতাভিওর উদ্দেশ্যে। হেডে লক্ষ্যভেদ করেন ওতাভিও। ম্যাচের দ্বিতীয়ার্ধে আল নাসরের হয়ে জোড়া গোল করেন তালিসকা। এই জয়ে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকল আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ১৬ ম্যাচে ৪৪।

এদিকে নিজের ১২০০তম ম্যাচে দারুণ এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রোনালদো, ‘আরও তিনটি পয়েন্ট পেলাম। আমার সব সতীর্থদের ধন্যবাদ যারা আমাকে ১২শ তম ম্যাচে পৌঁছতে সহায়তা করেছে। কি দারুণ যাত্রা, কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি।’

পেশাদার ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় সবার ওপরে সাবেক ইংলিশ গোলরক্ষক পিটার শিলটন। ১৩৮৭ ম্যাচ খেলেছিলেন তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সিরি আতে জুভেন্টাসের হয়ে ১ হাজারতম ম্যাচের মাইলফলক ছুঁয়েছিলেন রোনালদো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রোনালদোর মাইলফলকের ম্যাচে আল-নাসরের বড় জয়

প্রকাশের সময় : ০২:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ক্রিশ্চিয়ানো রোনালদো যেন আল নাসেরের ত্রাণকর্তা! শেষ দুই ম্যাচে সিআর সেভেন গোল পাননি,জয়ের দেখা পায়নি দলও। অবশেষে শুক্রবার (৮ ডিসেম্বর) সউদী প্রো লীগে গোলে দেখা পেলেন এই পর্তুগীজ মহাতারকা,আর তাতে জয় পেল নাসেরও। চলতি মৌসুমে আল নাসরের হয়ে প্রায়ই গোল করছেন তিনি।

শুক্রবার (৮ ডিসেম্বর) মাইলফলকের ম্যাচেও জালের দেখা পেয়েছেন পর্তুগিজ এই তারকা। সৌদি প্রো লিগে গতরাতে আল রিয়াদের বিপক্ষে খেলা ম্যাচটি ছিল রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ১২০০তম ম্যাচ! এমন উপলক্ষ পেয়ে রোনালদো নিজেও দারুণ উজ্জীবিত ছিলেন। রিয়াদকে ৪-১ গোলে হারানোর পথে গোল করার পাশাপাশি এক গোল করিয়েছেন সতীর্থকে দিয়েও।

পুরো ম্যাচে দাপট ছিল আল নাসরের। ৬৭ শতাংশ বলের দখল রাখা আল নাসর ২২টি শট নিয়ে ৮টিই রাখে লক্ষ্যে। অন্য দিকে আল রিয়াদ পুরো ম্যাচে কেবল একটি শটই নিতে পেরেছে।

ম্যাচের ৩১তম মিনিটে আল-নাসরকে লিড এনে দেন রোনালদোই। সাদিও মানের ক্রস গোলবারের সামনে পেয়ে নিঁখুত শটে জালে জড়ান পর্তুগিজ সুপারস্টার। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও এক গোল দিয়ে ব্যবধান দ্বিগুণ করে আল-নাসর। এই গোলেও অবদান রোনালদোর। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে ডি বক্সে ওতাভিওর উদ্দেশে আলতো ক্রস দেন তিনি। দারুণ হেডে বল জালে জড়াতে কোনো ভুল করেননি ওতাভিও।

দ্বিতীয়ার্ধের পুরো সময়টা নিজের করে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকা। এই অর্ধে জোড়া গোল পান তিনি। তাতে ৬৭ মিনিটে আল-রিয়াদ এক গোল শোধ করলেও ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর।

সৌদি প্রো লিগে এবারের মৌসুমে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন রোনালদো। এখনো পর্যন্ত ১৬ গোল করে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা তিনি। গোল সহায়তায়ও আছেন সবার ওপরে। ১৫ ম্যাচে তার অ্যাসিস্ট ৮টি।

এই ১২০০ ম্যাচ পূরণ করতে রোনালদো খেলেছেন স্পোর্তিং (৩১), ম্যানচেস্টার ইউনাইটেড (৩৪৬), রিয়াল মাদ্রিদ (৪৩৮), জুভেন্টাস (১৩৪), আল নাসর (৪৬) এবং পর্তুগালের (২০৫) জার্সিতে।

এরপর যোগ করা সময়ে পর্তুগিজ সতীর্থ ওতাভিও করা গোলটিতে সহায়তা করেছেন রোনালদো। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে বল বাড়ান ওতাভিওর উদ্দেশ্যে। হেডে লক্ষ্যভেদ করেন ওতাভিও। ম্যাচের দ্বিতীয়ার্ধে আল নাসরের হয়ে জোড়া গোল করেন তালিসকা। এই জয়ে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকল আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ১৬ ম্যাচে ৪৪।

এদিকে নিজের ১২০০তম ম্যাচে দারুণ এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রোনালদো, ‘আরও তিনটি পয়েন্ট পেলাম। আমার সব সতীর্থদের ধন্যবাদ যারা আমাকে ১২শ তম ম্যাচে পৌঁছতে সহায়তা করেছে। কি দারুণ যাত্রা, কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি।’

পেশাদার ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় সবার ওপরে সাবেক ইংলিশ গোলরক্ষক পিটার শিলটন। ১৩৮৭ ম্যাচ খেলেছিলেন তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সিরি আতে জুভেন্টাসের হয়ে ১ হাজারতম ম্যাচের মাইলফলক ছুঁয়েছিলেন রোনালদো।