Dhaka সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোর পেনাল্টি মিসের ম্যাচে নেভেসের গোলে জয়ের আনন্দে ভাসল পর্তুগাল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৮৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে রোমাঞ্চের সব উপাদানই ছিল রোনালদোর পেনাল্টি মিস। পয়েন্ট হারানোর শঙ্কা ততক্ষণে জেঁকে বসেছে পর্তুগিজ শিবিরে। অবশেষে যোগ করা সময়ে ডেডলক ভাঙলেন রুবেন নেভেস। রিপাবলিক অব আয়ারল্যান্ডের জমাট রক্ষণ ভেঙে জয়ের আনন্দে ভাসল পর্তুগাল।

লিসবনে শনিবার (১১ অক্টোবর) রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। টানা তিন জয়ে বিশ্বকাপের টিকেট পাওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল দলটি।

প্রায় ৭০ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ৩০টি শট নেয় পর্তুগাল, যদিও এর কেবল ছয়টিই ছিল লক্ষ্যে। আর পুরোটা সময় ঘর সামলাতে ব্যস্ত আয়ারল্যান্ড শট নিতে পারে মাত্র দুটি, কোনোটিই ছিল না লক্ষ্যে।

তিন ম্যাচের শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে পর্তুগাল। দ্বিতীয় স্থানে হাঙ্গেরির পয়েন্ট ৪। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্মেনিয়া। আইরিশদের পয়েন্ট ১।

জাতীয় দলের হয়ে আগের পাঁচ ম্যাচের প্রতিটিতে জালের দেখা পাওয়া রোনালদো এদিনও শুরুতে গোল পেতে পারতেন। কিন্তু ১৭তম মিনিটে বক্সের বাইরে থেকে তার শট দূরের পোস্টে লাগে। ফিরতি বল ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশা বাড়ান বের্নার্দো সিলভা।

পুরোপুরি রক্ষণাত্মক কৌশল নেওয়া আইরিশদের ওপর প্রথমার্ধের পুরোটা সময় চাপ ধরে রাখে পর্তুগাল। কিন্তু এই সময়ে কিছুতেই বল জালে পাঠাতে পারেননি রোনালদো-ফের্নান্দেসরা।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ফের্নান্দেসের বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ে শট নেন রোনালদো, তবে বল লক্ষ্যে ছিল না। পাঁচ মিনিট পর রুবেন নেভেসের দূরপাল্লার শট ঝাঁপিয়ে আটকান কুইভিন কেলেহার।

৭১তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পরিষ্কার সুযোগ পান রোনালদো। কিন্তু এবারও হতাশা পেছনে ফেলতে পারেননি তিনি; ১০ গজ দূর থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।

দুই মিনিট পর ডি-বক্সে আয়ারল্যান্ডের ডিফেন্ডার ও’শেয়ার হতে বল লাগলে পেনাল্টি পায় পর্তুগাল। দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ আসে রোনালদোর সামনে; কিন্তু তার ও দলের হতাশা কেবলই বাড়ে। তার সোজাসুজি শটে খুব বেশি গতি ছিল না, ডান দিকে ঝাঁপিয়ে পড়লেও পা বাড়িয়ে রুখে দেন গোলরক্ষক কেলেহার।

নির্ধারিত সময় পেরিয়ে অবশেষে, যোগ করা সময়ের প্রথম মিনিটে পর্তুগালের অপেক্ষা শেষ হয়। ডান দিক থেকে ত্রিনকাওয়ের ক্রস বক্সে পেয়ে সফল হেডে দলের মুখে হাসি ফোটান আল হিলাল মিডফিল্ডার নেভেস।

পরের ম্যাচে আগামী বুধবার দেশের মাঠেই হাঙ্গেরির মুখোমুখি হবে পর্তুগাল।

তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে আছে পর্তুগাল। দ্বিতীয় স্থানে হাঙ্গেরি ৪ পয়েন্টে, এরপর আর্মেনিয়া ৩ ও আয়ারল্যান্ড ১ পয়েন্টে। পর্তুগালের পরের ম্যাচও লিসবনে, প্রতিপক্ষ হাঙ্গেরি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রোনালদোর পেনাল্টি মিসের ম্যাচে নেভেসের গোলে জয়ের আনন্দে ভাসল পর্তুগাল

প্রকাশের সময় : ১২:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে রোমাঞ্চের সব উপাদানই ছিল রোনালদোর পেনাল্টি মিস। পয়েন্ট হারানোর শঙ্কা ততক্ষণে জেঁকে বসেছে পর্তুগিজ শিবিরে। অবশেষে যোগ করা সময়ে ডেডলক ভাঙলেন রুবেন নেভেস। রিপাবলিক অব আয়ারল্যান্ডের জমাট রক্ষণ ভেঙে জয়ের আনন্দে ভাসল পর্তুগাল।

লিসবনে শনিবার (১১ অক্টোবর) রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। টানা তিন জয়ে বিশ্বকাপের টিকেট পাওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল দলটি।

প্রায় ৭০ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ৩০টি শট নেয় পর্তুগাল, যদিও এর কেবল ছয়টিই ছিল লক্ষ্যে। আর পুরোটা সময় ঘর সামলাতে ব্যস্ত আয়ারল্যান্ড শট নিতে পারে মাত্র দুটি, কোনোটিই ছিল না লক্ষ্যে।

তিন ম্যাচের শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে পর্তুগাল। দ্বিতীয় স্থানে হাঙ্গেরির পয়েন্ট ৪। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্মেনিয়া। আইরিশদের পয়েন্ট ১।

জাতীয় দলের হয়ে আগের পাঁচ ম্যাচের প্রতিটিতে জালের দেখা পাওয়া রোনালদো এদিনও শুরুতে গোল পেতে পারতেন। কিন্তু ১৭তম মিনিটে বক্সের বাইরে থেকে তার শট দূরের পোস্টে লাগে। ফিরতি বল ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশা বাড়ান বের্নার্দো সিলভা।

পুরোপুরি রক্ষণাত্মক কৌশল নেওয়া আইরিশদের ওপর প্রথমার্ধের পুরোটা সময় চাপ ধরে রাখে পর্তুগাল। কিন্তু এই সময়ে কিছুতেই বল জালে পাঠাতে পারেননি রোনালদো-ফের্নান্দেসরা।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ফের্নান্দেসের বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ে শট নেন রোনালদো, তবে বল লক্ষ্যে ছিল না। পাঁচ মিনিট পর রুবেন নেভেসের দূরপাল্লার শট ঝাঁপিয়ে আটকান কুইভিন কেলেহার।

৭১তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পরিষ্কার সুযোগ পান রোনালদো। কিন্তু এবারও হতাশা পেছনে ফেলতে পারেননি তিনি; ১০ গজ দূর থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।

দুই মিনিট পর ডি-বক্সে আয়ারল্যান্ডের ডিফেন্ডার ও’শেয়ার হতে বল লাগলে পেনাল্টি পায় পর্তুগাল। দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ আসে রোনালদোর সামনে; কিন্তু তার ও দলের হতাশা কেবলই বাড়ে। তার সোজাসুজি শটে খুব বেশি গতি ছিল না, ডান দিকে ঝাঁপিয়ে পড়লেও পা বাড়িয়ে রুখে দেন গোলরক্ষক কেলেহার।

নির্ধারিত সময় পেরিয়ে অবশেষে, যোগ করা সময়ের প্রথম মিনিটে পর্তুগালের অপেক্ষা শেষ হয়। ডান দিক থেকে ত্রিনকাওয়ের ক্রস বক্সে পেয়ে সফল হেডে দলের মুখে হাসি ফোটান আল হিলাল মিডফিল্ডার নেভেস।

পরের ম্যাচে আগামী বুধবার দেশের মাঠেই হাঙ্গেরির মুখোমুখি হবে পর্তুগাল।

তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে আছে পর্তুগাল। দ্বিতীয় স্থানে হাঙ্গেরি ৪ পয়েন্টে, এরপর আর্মেনিয়া ৩ ও আয়ারল্যান্ড ১ পয়েন্টে। পর্তুগালের পরের ম্যাচও লিসবনে, প্রতিপক্ষ হাঙ্গেরি।