Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ১৯৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপে ব্যর্থ হলেও ইউরো বাছাইতে উড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিরে গেছেন যেনো সেই অতীতে। গোলের পর গোল করে যাচ্ছেন। আর জয় ধরা দিচ্ছে পর্তুগালে হাতে। ইউরো বাছাইয়ে ‘জে’ গ্রুপের খেলায় গত রাতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে উড়িয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। জোড়া গোল করেছেন তিনি। দল জয় পেয়েছে ৫-০ গোলে।

সোমবার (১৬ অক্টোবর) বসনিয়ার ঘরের মাঠ বিলিনো পোলজে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। দলের হয়ে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একটি করে গোল পেয়েছেন ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও কানসালো ও জোয়াও ফেলিক্স।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৫ম মিনিটেই পেনাল্টি পায় পর্তুগিজরা। সেখান থেকে সফল স্পট কিকে গোল করে দলকে লিড এনে দেন আল নাসর তারকা। নিজেদের বক্সে বসনিয়ার ডিফেন্ডার আদ্রিয়ান বারিসিচের হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। ম্যাচের ২০তম মিনিটে দলের লিড দ্বিগুণ করেন রোনালদো। বক্সের ভেতর ফেলিক্সের পাস পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান রোনালদো। প্রথমে অফসাইড বললেও পরে ভিএআরে সিদ্ধান্ত পরিবর্তন হয়।

এই গোলের মধ্যদিয়ে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর জাতীয় দলের হয়ে গোল হলো ১২৭টি। চলতি বাছাইয়ে ৭ ম্যাচে তার গোল এখন ৯টি।

এই বছরে ক্লাব ও জাতীয় দল মিলে সবচেয়ে বেশি গোল এখন শুধুই রোনালদোর (৪০)। দুইয়ে থাকা আর্লিং হালান্ডের গোল (৩৯), তৃতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের গোল (৩৫)।

রোনালদোর জোড়া গোলের পাঁচ মিনিট পর দারুণ গোলে ব্যবধান ৩-০ গোল করেন ব্রুনো ফার্নান্দেস। গনজালো ইনাসিওর ক্রস বক্সের বাইরে বুক দিয়ে নামিয়ে ভেতরে ঢুকে জোরাল শটে জাল খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার। ম্যাচের ৩২তম মিনিটে জোয়াও কানসালো দলের লিড ৪-০ করেন।

প্রথমার্ধের বিরতির আগে ৪১তম মিনিটে ওটাভিওর অ্যাসিস্ট থেকে দলের লিড ৫-০ করেন বার্সেলোনা তারকা জোয়াও ফেলিক্স। শুরুতে অফসাইডের কারণে গোল বাতিল হলেও ভিএআরে সিদ্ধান্ত বদল হয়।

প্রথমার্ধের ৪৫ মিনিটে গোলের জন্য ৮টি শটের ৬টি লক্ষ্যে রাখে পর্তুগাল, যার ৫টিই সফল। এই সময়ে বসনিয়া গোলে কোনো শটই নিতে পারেনি।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার কমে যায় পর্তুগালের। সেই সঙ্গে রক্ষণেও বেশ দৃঢ়তা দেখায় বসনিয়া। পরে ম্যাচের ৬৬তম মিনিটে রোনালদোকে উঠিয়ে দিয়োগো জটাকে নামান কোচ রবের্তো মাটিনেস।

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এই জয়ে পর্তুগাল টানা ৮ম ম্যাচে জয় তুলে নিলো। অন্যদিকে এই হারে দ্বিতীয় হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল বসনিয়ার। তারা পরের দুটি ম্যাচে জিতলেও কোনো লাভ হবে না।

এ ম্যাচের জোড়া গোল নিয়ে আন্তর্জাতিক ম্যাচে রোনালদো তার গোলসংখ্যা ১২৭ করেছেন। গোলসংখ্যা তার ধারেকাছে এখন কেউ নেই। তার এই রেকর্ড এখন নিরাপদ বলা যায়। হয়তো যুগ যুগ তা অক্ষুন্ন থাকবে। যে লিওনেল মেসির সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা তিনি এখন অনেক অনেক পেছনে। গোল খরায় ভুগছেন তিনি। সঙ্গে আছে ইনজুরিও। আর রোনালদো গত ম্যাচেও জোড়া গোল করেছিলেন।

ম্যাচ শেষে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ইউরো বাছাইয়ের জন্য সেরা প্রস্তুতিটা এভাবে এগিয়ে চলেছে। আজ খেলোয়াড়রা যেভাবে খেলেছে তা ছিল তাদের পরিশ্রমের ফসল, দলের প্রতি তাদের ভালোবাসার নমুনা। আমরা টানা আট ম্যাচে জয় পেয়েছি এবং বসনিয়াকে ৫-০ গোলে হারিয়েছি। এটা খুবই সন্তোষজনক ব্যাপার। পর্তুগালের রয়েছে একঝাঁক দারুণ খেলোয়াড়।

গ্রুপ ‘জে’ থেকে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে পর্তুগাল। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। অন্যদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট লুক্সেমবার্গের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছে না মানুষ, ভোগান্তিতে এলাকাবাসী

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

প্রকাশের সময় : ১২:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপে ব্যর্থ হলেও ইউরো বাছাইতে উড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিরে গেছেন যেনো সেই অতীতে। গোলের পর গোল করে যাচ্ছেন। আর জয় ধরা দিচ্ছে পর্তুগালে হাতে। ইউরো বাছাইয়ে ‘জে’ গ্রুপের খেলায় গত রাতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে উড়িয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। জোড়া গোল করেছেন তিনি। দল জয় পেয়েছে ৫-০ গোলে।

সোমবার (১৬ অক্টোবর) বসনিয়ার ঘরের মাঠ বিলিনো পোলজে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। দলের হয়ে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একটি করে গোল পেয়েছেন ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও কানসালো ও জোয়াও ফেলিক্স।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৫ম মিনিটেই পেনাল্টি পায় পর্তুগিজরা। সেখান থেকে সফল স্পট কিকে গোল করে দলকে লিড এনে দেন আল নাসর তারকা। নিজেদের বক্সে বসনিয়ার ডিফেন্ডার আদ্রিয়ান বারিসিচের হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। ম্যাচের ২০তম মিনিটে দলের লিড দ্বিগুণ করেন রোনালদো। বক্সের ভেতর ফেলিক্সের পাস পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান রোনালদো। প্রথমে অফসাইড বললেও পরে ভিএআরে সিদ্ধান্ত পরিবর্তন হয়।

এই গোলের মধ্যদিয়ে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর জাতীয় দলের হয়ে গোল হলো ১২৭টি। চলতি বাছাইয়ে ৭ ম্যাচে তার গোল এখন ৯টি।

এই বছরে ক্লাব ও জাতীয় দল মিলে সবচেয়ে বেশি গোল এখন শুধুই রোনালদোর (৪০)। দুইয়ে থাকা আর্লিং হালান্ডের গোল (৩৯), তৃতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের গোল (৩৫)।

রোনালদোর জোড়া গোলের পাঁচ মিনিট পর দারুণ গোলে ব্যবধান ৩-০ গোল করেন ব্রুনো ফার্নান্দেস। গনজালো ইনাসিওর ক্রস বক্সের বাইরে বুক দিয়ে নামিয়ে ভেতরে ঢুকে জোরাল শটে জাল খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার। ম্যাচের ৩২তম মিনিটে জোয়াও কানসালো দলের লিড ৪-০ করেন।

প্রথমার্ধের বিরতির আগে ৪১তম মিনিটে ওটাভিওর অ্যাসিস্ট থেকে দলের লিড ৫-০ করেন বার্সেলোনা তারকা জোয়াও ফেলিক্স। শুরুতে অফসাইডের কারণে গোল বাতিল হলেও ভিএআরে সিদ্ধান্ত বদল হয়।

প্রথমার্ধের ৪৫ মিনিটে গোলের জন্য ৮টি শটের ৬টি লক্ষ্যে রাখে পর্তুগাল, যার ৫টিই সফল। এই সময়ে বসনিয়া গোলে কোনো শটই নিতে পারেনি।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার কমে যায় পর্তুগালের। সেই সঙ্গে রক্ষণেও বেশ দৃঢ়তা দেখায় বসনিয়া। পরে ম্যাচের ৬৬তম মিনিটে রোনালদোকে উঠিয়ে দিয়োগো জটাকে নামান কোচ রবের্তো মাটিনেস।

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এই জয়ে পর্তুগাল টানা ৮ম ম্যাচে জয় তুলে নিলো। অন্যদিকে এই হারে দ্বিতীয় হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল বসনিয়ার। তারা পরের দুটি ম্যাচে জিতলেও কোনো লাভ হবে না।

এ ম্যাচের জোড়া গোল নিয়ে আন্তর্জাতিক ম্যাচে রোনালদো তার গোলসংখ্যা ১২৭ করেছেন। গোলসংখ্যা তার ধারেকাছে এখন কেউ নেই। তার এই রেকর্ড এখন নিরাপদ বলা যায়। হয়তো যুগ যুগ তা অক্ষুন্ন থাকবে। যে লিওনেল মেসির সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা তিনি এখন অনেক অনেক পেছনে। গোল খরায় ভুগছেন তিনি। সঙ্গে আছে ইনজুরিও। আর রোনালদো গত ম্যাচেও জোড়া গোল করেছিলেন।

ম্যাচ শেষে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ইউরো বাছাইয়ের জন্য সেরা প্রস্তুতিটা এভাবে এগিয়ে চলেছে। আজ খেলোয়াড়রা যেভাবে খেলেছে তা ছিল তাদের পরিশ্রমের ফসল, দলের প্রতি তাদের ভালোবাসার নমুনা। আমরা টানা আট ম্যাচে জয় পেয়েছি এবং বসনিয়াকে ৫-০ গোলে হারিয়েছি। এটা খুবই সন্তোষজনক ব্যাপার। পর্তুগালের রয়েছে একঝাঁক দারুণ খেলোয়াড়।

গ্রুপ ‘জে’ থেকে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে পর্তুগাল। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। অন্যদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট লুক্সেমবার্গের।