Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রেল নিয়ে এবার হাইকোর্টে রিট করলেন মহিউদ্দিন রনি

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • ১৮৩ জন দেখেছেন

সারাদেশের রেলক্রসিংয়ে দূর্ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে চট্টগ্রাম ও গোপালগঞ্জে রেল দূর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বল এ রিট দায়ের করেন। আইন সচিব, রেল সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে রেলের অব্যবস্থপনা নিয়ে মহিউদ্দিন রনির স্মারকলিপির অভিযোগ তদন্তে কমিটি গঠন করে রেলওয়ে কর্তৃপক্ষ। পরে গত ২৫ জুলাই রেলওয়েতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে কয়েকদিনের আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, রেলওয়ের সচিব ও ডিজির সম্মতিক্রমে রেলপথ মন্ত্রণালয়ের অংশীজন সভায় আমাকে একজন প্রতিনিধিসহ উপস্থিত হয়ে যাবতীয় অনিয়ম, অব্যবস্থাপনা উত্থাপন এবং আমার ৬ দফার বাস্তবায়ন প্রক্রিয়ার ফলোআপে থাকার প্রতিশ্রুতি দেওয়ায় আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা করছি। তবে যদি দেখি আমার দাবিগুলো বাস্তবায়ন করা হচ্ছে না অথবা সময়ক্ষেপণ করা হচ্ছে, সেক্ষেত্রে আমি পুনরায় আমার আন্দোলনে ফিরে যাব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

রেল নিয়ে এবার হাইকোর্টে রিট করলেন মহিউদ্দিন রনি

প্রকাশের সময় : ০২:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২

সারাদেশের রেলক্রসিংয়ে দূর্ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে চট্টগ্রাম ও গোপালগঞ্জে রেল দূর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বল এ রিট দায়ের করেন। আইন সচিব, রেল সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে রেলের অব্যবস্থপনা নিয়ে মহিউদ্দিন রনির স্মারকলিপির অভিযোগ তদন্তে কমিটি গঠন করে রেলওয়ে কর্তৃপক্ষ। পরে গত ২৫ জুলাই রেলওয়েতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে কয়েকদিনের আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, রেলওয়ের সচিব ও ডিজির সম্মতিক্রমে রেলপথ মন্ত্রণালয়ের অংশীজন সভায় আমাকে একজন প্রতিনিধিসহ উপস্থিত হয়ে যাবতীয় অনিয়ম, অব্যবস্থাপনা উত্থাপন এবং আমার ৬ দফার বাস্তবায়ন প্রক্রিয়ার ফলোআপে থাকার প্রতিশ্রুতি দেওয়ায় আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা করছি। তবে যদি দেখি আমার দাবিগুলো বাস্তবায়ন করা হচ্ছে না অথবা সময়ক্ষেপণ করা হচ্ছে, সেক্ষেত্রে আমি পুনরায় আমার আন্দোলনে ফিরে যাব।