ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে পাশে পলিথিনে মুড়িয়ে পড়ে থাকা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ১১টায় কসবার মন্দভাগ রেলস্টেশনের দক্ষিণ পাশে এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, রাতে রেললাইনের পাশে একটি লাল শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে প্রথমে তারা বিষয়টি তেমন গুরুত্ব দেননি। পড়ে চার-পাঁচটি কুকুর ব্যাগটির কাছে চিৎকার করছিল। পরে স্থানীয় লোকজন কৌতূহলবশত ব্যাগটি খোলার চেষ্টা করেন। তখনই তারা দেখতে পান লাল শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের নিথর দেহ পড়ে আছে। বিষয়টি তারা সঙ্গে সঙ্গে স্থানীয় ইউপি সদস্য জানালে তিনি জানান আখাউড়া রেলওয়ে পুলিশকে।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে। এ সময় আশপাশের শতাধিক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। গিয়ে দেখা যায়, রেললাইনের পাশে একটি শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকটির জন্ম আজই হয়েছে এবং জন্মের পরপরই কোনোভাবে ফেলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।