Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড গড়ে ট্রেবলের পথে আলোনসোর লেভারকুসেন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
  • ১৮৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক  : 

‘নেভারকুজেন’ নাকি ‘উইনারকুজেন’—বেয়ার লেভারকুজেনের উপাধি নিয়ে গত কদিন বেশ আলাপ-আলোচনা চলছিল। চলতি সপ্তাহে বুন্দেসলিগা জিতে তারা পেয়ে যায় উইনারকুজেন তকমা। সেটা (উইনারকুজেন) তারা পাবে না-ই বা কেন? পরাজয় শব্দটি যে লেভারকুজেনের অভিধান থেকে হারিয়ে গেছে। একের পর এক ম্যাচ জিতে নিত্যনতুন রেকর্ড গড়ছে জার্মান ক্লাবটি।

বুন্দেসলিগায় ২০২৩-২৪ মৌসুমে ২৯ ম্যাচ খেলে এক ম্যাচও হারেনি লেভারকুজেন। ২৫ জয় ও ৪ ড্রতে পাঁচ ম্যাচ আগেই জিতে নেয় বুন্দেসলিগার শিরোপা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলেও। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গত রাতে ওয়েস্ট হাম ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে লেভারকুজেন।

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার মতে, টানা ৪৪ ম্যাচ অপরাজিত এখন লেভারকুজেন। জার্মান ক্লাবটি জিতেছে ৩৮ ম্যাচ এবং ড্র করেছে ৬ ম্যাচ। তাতে ভেঙে গেছে ১২ বছরের পুরোনো এক রেকর্ড। ২০১১ থেকে ২০১২ এই সময়ে টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল জুভেন্টাস। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে এটাই ছিল টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি।

১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙা লেভারকুজেনের সামনে এখন ট্রেবল জয়ের হাতছানি রয়েছে। সেমিতে উঠে ইউরোপা লিগ জয়, ডিএফবি পোকাল (জার্মান কাপ) জয়ের সম্ভাবনা এখন লেভারকুজেনের।

লন্ডন স্টেডিয়ামে গত রাতে লেভারকুজেন খেলেছে দাপট দেখিয়ে। ৫৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ২ শট। বিপরীতে ওয়েস্ট হাম ইউনাইটেড বল দখলে রাখে ৪২ শতাংশ। লেভারকুজেনের লক্ষ্য বরাবর তাদের ছিল ৬ শট। শুরুতে অবশ্য এগিয়ে যায় ওয়েস্ট হাম। ১৩ মিনিটে গোল করেন ওয়েস্ট হাম স্ট্রাইকার মিখাইল আন্তোনিও। আন্তোনিওকে অ্যাসিস্ট করেন জ্যারড বাওয়েন। কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে তখনও ২-১ ব্যবধানে এগিয়ে লেভারকুজেন।

এই সময়ে আর কোনো গোল হজম না করলেই লেভারকুজেন উঠে যেত সেমিফাইনালে। তবে উইনারকুজেন তকমা পাওয়া দলটি যে এবার নেমেছে রেকর্ড ভাঙা গড়ার খেলায়। ৮৯ মিনিটে লেভারকুজেনকে সমতায় ফেরান জেরেমি ফ্রিমপং। জোসিপ স্ট্যানিসিচের পাস থেকে বাঁ পায়ের শটেই গোলটি করেন ফ্রিমপং। দুই লেগ মিলে ৩-১ গোলে ওয়েস্ট হামকে হারিয়ে ইউরোপা লিগের সেমিতে ওঠে লেভারকুজেন।

লেভারকুজেনের কীর্তি গড়ার রাতে ইউরোপা লিগের সেমিতে উঠেছে রোমা, আতালান্তা ও মার্শেই, যার মধ্যে মার্শেইকে উঠতে হয়েছে পরীক্ষা দিয়ে। ২-১ গোলে পিছিয়ে থাকা মার্শেই গত রাতে বেনফিকাকে হারিয়েছে ১-০ গোলে। পেনাল্টি শুটআউটে মার্শেই উঠে যায় ৪-২ গোলে জিতে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

রেকর্ড গড়ে ট্রেবলের পথে আলোনসোর লেভারকুসেন

প্রকাশের সময় : ০১:১৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

স্পোর্টস ডেস্ক  : 

‘নেভারকুজেন’ নাকি ‘উইনারকুজেন’—বেয়ার লেভারকুজেনের উপাধি নিয়ে গত কদিন বেশ আলাপ-আলোচনা চলছিল। চলতি সপ্তাহে বুন্দেসলিগা জিতে তারা পেয়ে যায় উইনারকুজেন তকমা। সেটা (উইনারকুজেন) তারা পাবে না-ই বা কেন? পরাজয় শব্দটি যে লেভারকুজেনের অভিধান থেকে হারিয়ে গেছে। একের পর এক ম্যাচ জিতে নিত্যনতুন রেকর্ড গড়ছে জার্মান ক্লাবটি।

বুন্দেসলিগায় ২০২৩-২৪ মৌসুমে ২৯ ম্যাচ খেলে এক ম্যাচও হারেনি লেভারকুজেন। ২৫ জয় ও ৪ ড্রতে পাঁচ ম্যাচ আগেই জিতে নেয় বুন্দেসলিগার শিরোপা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলেও। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গত রাতে ওয়েস্ট হাম ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে লেভারকুজেন।

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার মতে, টানা ৪৪ ম্যাচ অপরাজিত এখন লেভারকুজেন। জার্মান ক্লাবটি জিতেছে ৩৮ ম্যাচ এবং ড্র করেছে ৬ ম্যাচ। তাতে ভেঙে গেছে ১২ বছরের পুরোনো এক রেকর্ড। ২০১১ থেকে ২০১২ এই সময়ে টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল জুভেন্টাস। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে এটাই ছিল টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি।

১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙা লেভারকুজেনের সামনে এখন ট্রেবল জয়ের হাতছানি রয়েছে। সেমিতে উঠে ইউরোপা লিগ জয়, ডিএফবি পোকাল (জার্মান কাপ) জয়ের সম্ভাবনা এখন লেভারকুজেনের।

লন্ডন স্টেডিয়ামে গত রাতে লেভারকুজেন খেলেছে দাপট দেখিয়ে। ৫৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ২ শট। বিপরীতে ওয়েস্ট হাম ইউনাইটেড বল দখলে রাখে ৪২ শতাংশ। লেভারকুজেনের লক্ষ্য বরাবর তাদের ছিল ৬ শট। শুরুতে অবশ্য এগিয়ে যায় ওয়েস্ট হাম। ১৩ মিনিটে গোল করেন ওয়েস্ট হাম স্ট্রাইকার মিখাইল আন্তোনিও। আন্তোনিওকে অ্যাসিস্ট করেন জ্যারড বাওয়েন। কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে তখনও ২-১ ব্যবধানে এগিয়ে লেভারকুজেন।

এই সময়ে আর কোনো গোল হজম না করলেই লেভারকুজেন উঠে যেত সেমিফাইনালে। তবে উইনারকুজেন তকমা পাওয়া দলটি যে এবার নেমেছে রেকর্ড ভাঙা গড়ার খেলায়। ৮৯ মিনিটে লেভারকুজেনকে সমতায় ফেরান জেরেমি ফ্রিমপং। জোসিপ স্ট্যানিসিচের পাস থেকে বাঁ পায়ের শটেই গোলটি করেন ফ্রিমপং। দুই লেগ মিলে ৩-১ গোলে ওয়েস্ট হামকে হারিয়ে ইউরোপা লিগের সেমিতে ওঠে লেভারকুজেন।

লেভারকুজেনের কীর্তি গড়ার রাতে ইউরোপা লিগের সেমিতে উঠেছে রোমা, আতালান্তা ও মার্শেই, যার মধ্যে মার্শেইকে উঠতে হয়েছে পরীক্ষা দিয়ে। ২-১ গোলে পিছিয়ে থাকা মার্শেই গত রাতে বেনফিকাকে হারিয়েছে ১-০ গোলে। পেনাল্টি শুটআউটে মার্শেই উঠে যায় ৪-২ গোলে জিতে।