Dhaka শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জকে উড়িয়ে দিল শাইনপুকুর

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

সুপার সিক্সের দৌড়ে এগিয়ে যেতে একটা জয় খুব দরকার ছিল শাইনপুকুরের। কিন্তু সেটা যে এমন দাপুটে পারফরম্যান্সে আসবে, তা কে ভেবেছিল! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার (৫ এপ্রিল) রূপগঞ্জ টাইগার্সকে ১১০ রানে অলআউট করে সেই রান মাত্র ৯ ওভারে টপকে যায় শাইনপুকুর।

রূপগঞ্জের ছোট এই লক্ষ্য তাড়ায় যেন দ্রুতই ম্যাচটি শেষ করার মিশনে নেমেছেন তানজিদ তামিম ও জিসান আলম। দুজনেই দ্রুতগতিতে রান তোলার জন্য পরিচিত মুখ। তামিম ইতোমধ্যে জাতীয় দলে খেলছেন, আরেকজনের ব্যাটিং নৈপুণ্য দেখা গিয়েছিল অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। শাইনপুকুরের এই দুই ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ফলে তাদের জয়টাও নিশ্চিত হয়ে যায় মাত্র ৯ ওভারে। ছয় ছক্কায় ২৮ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন জিসান, তিন ছক্কায় ২৮ বলে অপরাজিত ৪৮ করেন তানজিদ।

দুই ব্যাটারের ঝোড়ো তাণ্ডবে রীতিমতো অসহায় ছিলেন রূপগঞ্জের বোলাররা। অভিজ্ঞ সোহাগ গাজী, রোহানাত দৌলা বর্ষণ ও কাজী অনিক ইসলামরা সেই ঝড়ে কোনো ব্যাঘাত ঘটাতে পারেননি। ফলে ১০ উইকেট এবং ৪১ ওভার হাতে রেখেই রূপগঞ্জকে উড়িয়ে দিয়েছে শাইনপুকুর।

এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ২০ রানের মাথায় আইচ মোল্লার উইকেট হারায় রুপগঞ্জ। শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন আবদুল্লাহ আল মামুন। অধিনায়ক ফরহাদ হোসেন ১৯, আসাদউল্লা আল গালিব ১৭, সালমান হোসেন ইমন ১৪ ও শামসুর রহমান শুভ ১১ রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ১১০ রান অলআউট হয়ে যায় দলটি।

শাইনপুকুরের পক্ষে চারটি উইকেট শিকার করেন স্পিনার হাসান মুরাদ। ৯.৪ ওভারে মাত্র ২১ রান খরচ করেন তিনি। মেহেরব চার ওভারে ৮ দিয়ে দুইটি এবং আরাফাত সানি ৯ ওভারে ১০ রান দিয়ে দুইটি উইকেট পান। লেগ স্পিনার রিশাদ ৮ ওভারে ২৬ রান খরচ করে নেন একটি উইকেট।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রূপগঞ্জকে উড়িয়ে দিল শাইনপুকুর

প্রকাশের সময় : ০৮:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

সুপার সিক্সের দৌড়ে এগিয়ে যেতে একটা জয় খুব দরকার ছিল শাইনপুকুরের। কিন্তু সেটা যে এমন দাপুটে পারফরম্যান্সে আসবে, তা কে ভেবেছিল! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার (৫ এপ্রিল) রূপগঞ্জ টাইগার্সকে ১১০ রানে অলআউট করে সেই রান মাত্র ৯ ওভারে টপকে যায় শাইনপুকুর।

রূপগঞ্জের ছোট এই লক্ষ্য তাড়ায় যেন দ্রুতই ম্যাচটি শেষ করার মিশনে নেমেছেন তানজিদ তামিম ও জিসান আলম। দুজনেই দ্রুতগতিতে রান তোলার জন্য পরিচিত মুখ। তামিম ইতোমধ্যে জাতীয় দলে খেলছেন, আরেকজনের ব্যাটিং নৈপুণ্য দেখা গিয়েছিল অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। শাইনপুকুরের এই দুই ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ফলে তাদের জয়টাও নিশ্চিত হয়ে যায় মাত্র ৯ ওভারে। ছয় ছক্কায় ২৮ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন জিসান, তিন ছক্কায় ২৮ বলে অপরাজিত ৪৮ করেন তানজিদ।

দুই ব্যাটারের ঝোড়ো তাণ্ডবে রীতিমতো অসহায় ছিলেন রূপগঞ্জের বোলাররা। অভিজ্ঞ সোহাগ গাজী, রোহানাত দৌলা বর্ষণ ও কাজী অনিক ইসলামরা সেই ঝড়ে কোনো ব্যাঘাত ঘটাতে পারেননি। ফলে ১০ উইকেট এবং ৪১ ওভার হাতে রেখেই রূপগঞ্জকে উড়িয়ে দিয়েছে শাইনপুকুর।

এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ২০ রানের মাথায় আইচ মোল্লার উইকেট হারায় রুপগঞ্জ। শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন আবদুল্লাহ আল মামুন। অধিনায়ক ফরহাদ হোসেন ১৯, আসাদউল্লা আল গালিব ১৭, সালমান হোসেন ইমন ১৪ ও শামসুর রহমান শুভ ১১ রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ১১০ রান অলআউট হয়ে যায় দলটি।

শাইনপুকুরের পক্ষে চারটি উইকেট শিকার করেন স্পিনার হাসান মুরাদ। ৯.৪ ওভারে মাত্র ২১ রান খরচ করেন তিনি। মেহেরব চার ওভারে ৮ দিয়ে দুইটি এবং আরাফাত সানি ৯ ওভারে ১০ রান দিয়ে দুইটি উইকেট পান। লেগ স্পিনার রিশাদ ৮ ওভারে ২৬ রান খরচ করে নেন একটি উইকেট।