Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রুট পরিবর্তন করে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরে ট্রেন দুর্ঘটনার কারণে আপাতত ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলোর যাতে নিরবচ্ছিন্ন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে জন্য রুট বদলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গাজীপুরের পরিবর্তে টঙ্গী থেকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহে চলাচল করছে ট্রেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, ময়মনসিংহের রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ওই অঞ্চলের ট্রেনগুলো রুট পরিবর্তন করে চলাচল করছে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।

সকাল সোয়া ১০টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের অন বোর্ড স্ক্রিনে দেখা যায়, রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষায় রয়েছে। ট্রেনটি সকাল নয়টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি ছাড়েনি। ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার (৩৪) সকাল পৌনে নয়টার দিকে ছাড়ার কথা থাকলেও এখনও ছাড়েনি সেটি। জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস (৭৯৯) ট্রেন ৪ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। ট্রেনটি সকাল ১০টার দিকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনও ছাড়েনি।’

রেললাইন কেটে ফেলায় বুধবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। প্রাথমিক পরিচয় হিসেবে জানা গেছে, তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকোমাস্টার সজিব মিয়া গুরুতর আহত হয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

রুট পরিবর্তন করে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু

প্রকাশের সময় : ০১:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরে ট্রেন দুর্ঘটনার কারণে আপাতত ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলোর যাতে নিরবচ্ছিন্ন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে জন্য রুট বদলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গাজীপুরের পরিবর্তে টঙ্গী থেকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহে চলাচল করছে ট্রেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, ময়মনসিংহের রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ওই অঞ্চলের ট্রেনগুলো রুট পরিবর্তন করে চলাচল করছে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।

সকাল সোয়া ১০টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের অন বোর্ড স্ক্রিনে দেখা যায়, রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষায় রয়েছে। ট্রেনটি সকাল নয়টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি ছাড়েনি। ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার (৩৪) সকাল পৌনে নয়টার দিকে ছাড়ার কথা থাকলেও এখনও ছাড়েনি সেটি। জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস (৭৯৯) ট্রেন ৪ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। ট্রেনটি সকাল ১০টার দিকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনও ছাড়েনি।’

রেললাইন কেটে ফেলায় বুধবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। প্রাথমিক পরিচয় হিসেবে জানা গেছে, তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকোমাস্টার সজিব মিয়া গুরুতর আহত হয়েছেন।