স্পোর্টস ডেস্ক :
এমনিতেই লা লিগার শিরোপা অনেকটা নিশ্চিত করে রেখেছে বার্সেলোনা। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও ছাড়ার পাত্র নয়। তারাও ছিল শিরোপার লড়াইয়ে। কিন্তু এবার সম্ভবত ছিল-ই বলতে হবে। কারণ ভিয়ারিয়ালের কাছে হেরে গেছে লস ব্ল্যাঙ্কোসরা; যে হার তাদের শিরোপা স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে।
কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ৪-০ গোলে হারানোর মোমেন্টাম ধরে রাখতে পারলো না রিয়াল মাদ্রিদ। তিন দিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের লা লিগা শিরোপা জেতার আশায় বড় ধাক্কা দিলো ভিয়ারিয়াল। দুইবার এগিয়ে গিয়েও শনিবার (৮ এপ্রিল) ৩-২ গোলে হেরে গেছে মাদ্রিদ ক্লাব।
কার্লো আনচেলত্তির দল দ্বিতীয় স্থানেই আছে ৫৯ পয়েন্ট নিয়ে। কিন্তু সোমবার জিরোনাকে হারালে বার্সা (৭১) তাদের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে যাবে।
ঘরের মাঠে মাত্র ১৬ মিনিটে এগিয়ে যায় আনচেলত্তির শিষ্যরা। মার্কো অ্যাসেনসিওর শট প্রতিপক্ষ ফুটবলার পাউ তরেসের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। এর মিনিট দুয়েক আগেই এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। মাঝমাঠ থেকে ফ্রি কিকে বল পেয়ে যান অরক্ষিত ভিনিসিয়াস। কিন্তু ‘ওয়ান-অন-ওয়ানে’ সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার বাঁকানো শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
এরপর ১৮ এবং ২৬ মিনিটে ভিয়ারিয়াল দুটি সুযোগ নষ্ট করে। প্রথমে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নেন অ্যালেক্স বায়েনা। পরের মিনিটে ডাবল সেভে ব্যবধান বাড়তে দেননি সফরকারী গোলরক্ষক রেইনা। বেনজেমার পর রদ্রিগোর শটও চমৎকার রিফ্লেক্সে ফিরিয়ে দেন তিনি। ২৬তম মিনিটে চুকুওয়ে’র শট বার ঘেঁষে চলে যায়। ২৯ মিনিটে আবারও ভিয়ারিয়ালের আক্রমণ। প্রায় ৩০ গজ দূর থেকে বায়েনার বুলেট গতির শট কোনোমতে ফিরিয়ে দেন থিবো কোর্তোয়া।
মিনিট পাঁচেক পরই একটুর জন্য বল লক্ষ্যে রাখতে পারেননি ভিয়ারিয়ালের আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। তবে ৩৯ মিনিটে সফরকারীরা সমতায় ফিরে। ডি বক্সের মাথায় বল পেয়ে পায়ের কারিকুরিতে নাচোকে এড়িয়ে এগিয়ে যান চুকুওয়ে। চুয়ামেনি চ্যালেঞ্জ জানানোর আগেই পেনাল্টি স্পটের কাছ থেকে কোর্তোয়াকে এড়িয়ে তিনি জাল খুঁজে নেন। যোগ করা সময়ে এগিয়ে যাওয়ার সুযোগ পান নাচো। অ্যাসেনসিও থেকে পাওয়া বলে লাফিয়ে কোনোমতে মাথা ছোঁয়াতে পারেন নাচো, কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। সহজ ফিনিশিংয়ে ভিনিসিউস জুনিয়র লিগ মৌসুমের নবম গোল করেন।
কিকে সেতিয়েনের দল ৭১তম মিনিটে সমতা ফেরান। মাদ্রিদের ডিফেন্স বল ক্লিয়ার করতে ব্যর্থ হয়। খুব কাছ থেকে হোসে লুইস মোরালেস জালে বল জড়ান। অফসাইডের বাঁশি বাজলেও ভিএআরে সিদ্ধান্ত পাল্টে যায়।
চুকুয়েজে ফুলটাইমের ১০ মিনিট আগে দর্শনীয় স্ট্রাইকে বক্সের প্রান্ত থেকে গোল করেন। বার্নাব্যুতে স্বাগতিক ভক্তদের নিস্তব্ধ করে ম্যাচ জেতে ভিয়ারিয়াল।
শেষ দিকে অবশ্য পেনাল্টি উপহার পেয়েছিল রিয়াল। কিন্তু ভিএআর দেখে সিদ্ধান্ত বদল করেন রেফারি। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় রিয়ালের।
বুধবার (১২ এপ্রিল) উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ঘরের মাঠে চেলসির মুখোমুখি হবে।
এই ম্যাচ হারলেও চেলসির বিপক্ষের ম্যাচে তার কোনো প্রভাব পড়বে বলেই জানিয়েছেন কোচ কার্লো আনচেলোত্তি, এই হার বুধবারের ম্যাচে কোনো প্রভাব ফেলবে না। সেটা হবে সম্পূর্ণ ভিন্ন ম্যাচ। যদিও লা লিগার গেল মৌসুমের সঙ্গে তুলনা করলে এই মৌসুমে আমাদের পারফরম্যান্সের লেভেল নিচে নেমে গেছে।
রিয়াল মাদ্রিদকে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ভিয়ারিয়াল।