স্পোর্টস ডেস্ক :
সিআরসেভেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর গায়ের ৭ নম্বর জার্সিটির পরিচিতি বিশ্বজুড়ে। রিয়াল মাদ্রিদে থাকার সময়ও রোনালদো এই জার্সিই পরেছেন। ৭ নম্বর জার্সি পরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি গারিঞ্চা, পর্তুগালের লুইস ফিগো, ইংলিশ সুপারস্টার ডেভিড বেকহ্যাম, রিয়ালের জার্সিতে খেলা রাউল গঞ্জলেসসহ আরও অনেকে।
এবার আইকনিক ৭ নম্বর জার্সি গায়ে চড়াচ্ছেন রিয়ালের আক্রমণভাগের অন্যতম সেরা অস্ত্র ভিনিসিয়ুস জুনিয়র। তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এতদিন পর্যন্ত ২০ নম্বর জার্সি পরে খেলেছেন। নতুন মৌসুমে ২০ নম্বর গায়ে দেবেন রায়ো ভায়োকানো থেকে রিয়ালে যোগ দেওয়া ফ্রান গার্সিয়া।
জার্সি নম্বরে পরিবর্তন এসেছে রিয়ালের আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোরও। তিনি এখন থেকে পরবেন ১১ নম্বর জার্সি। এতদিন এই নম্বরের জার্সি পরেছেন মার্কো অ্যাসেনসিও। তিনি সম্প্রতি রিয়াল ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন।
৭ নম্বরের মতো ১১ নম্বর জার্সিও রিয়াল মাদ্রিদের আভিজাত্যের প্রতীক। এই জার্সি পরে অতীতে খেলেছেন ক্লাবের কিংবদন্তি পাকো হেন্তো। বোঝাই যাচ্ছে, কার্লো আনচেলত্তির দলে কতটা অপরিহার্য হয়ে উঠেছেন দুই ব্রাজিলিয়ান তরুণ।
কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এই দুই ব্রাজিলিয়ান। ব্রাজিল জাতীয় দলেও তারা এখন নিয়মিত মুখ। ভিনিসিয়ুস ইতোমধ্যে দলে তার সামর্থ্য ও যোগ্যতার অনেকবারই প্রমাণ দিয়েছেন, যার মাধ্যমে হয়ে উঠেছেন আক্রমণভাগের প্রধান তারকা। একইসঙ্গে করিম বেনজেমা ও অ্যাসেনসিওর বিদায়ের পর আনচেলত্তি নতুন মৌসুমে আক্রমণে রদ্রিগোর ওপর আরও বেশি নির্ভর করবেন।