Dhaka বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৪৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • ১৮৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

অবরোধের সমর্থনে আজও মাঠে নেমেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির মহাসচিবসহ কেন্দ্রীয় একাধিক নেতা যখন কারাগারে, বাকিদের বেশিরভাগ যখন গ্রেফতার এড়াতে আত্মগোপনে তখন অবরোধের সমর্থনে প্রতিদিন মাঠে নামছেন রিজভী।

অবরোধের সমর্থনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালেও নেতাকর্মীদের নিয়ে রাস্তায় বের হন বিএনপির এই নেতা। সকাল আটটায় উত্তরা-আশুলিয়া সড়কে নেতাকর্মীদের নিয়ে কিছু সময় সড়ক অবরোধ করে পিকেটিং করেন এবং বিক্ষোভ করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবি মেনে নিতে হবে। এখন জনগণের সমর্থন বিএনপির সঙ্গে। নিশিরাতের সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না।

রিজভী আহমেদ বলেন, বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছেন। দুঃশাসনের বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। চারদিক থেকে সরকারের পতনের আওয়াজ শোনা যাচ্ছে। কৃষক, শ্রমিক, পেশাজীবী,ব্যবসায়ীসহ সাধারণ জনগণ এখন অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে আছে। জোর করে আর নিশিরাতের সরকার ক্ষমতায় থাকতে পারবে না।

জোর করে আর নিশিরাতের সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেন রিজভী।

মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, মোস্তফা জামান প্রমুখ।

অন্যদিকে চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে সকাল ৭টায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে সায়েদাবাদ জনপথ সড়কে ঝটিকা মিছিল হয়।

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান বিপ্লব, সর্দার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম সোহেল, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু প্রমুখ।

এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানা শ্রমিক দলের ৮-১০ জন নেতাকর্মী সড়কে মিছিল করেন।

তৃতীয় দফায় ডাকা বিএনপির চলমান এ অবরোধ শেষ হবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কুড়িগ্রামে সেতুর অভাবে চরম দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

প্রকাশের সময় : ১২:৪৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

অবরোধের সমর্থনে আজও মাঠে নেমেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির মহাসচিবসহ কেন্দ্রীয় একাধিক নেতা যখন কারাগারে, বাকিদের বেশিরভাগ যখন গ্রেফতার এড়াতে আত্মগোপনে তখন অবরোধের সমর্থনে প্রতিদিন মাঠে নামছেন রিজভী।

অবরোধের সমর্থনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালেও নেতাকর্মীদের নিয়ে রাস্তায় বের হন বিএনপির এই নেতা। সকাল আটটায় উত্তরা-আশুলিয়া সড়কে নেতাকর্মীদের নিয়ে কিছু সময় সড়ক অবরোধ করে পিকেটিং করেন এবং বিক্ষোভ করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবি মেনে নিতে হবে। এখন জনগণের সমর্থন বিএনপির সঙ্গে। নিশিরাতের সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না।

রিজভী আহমেদ বলেন, বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছেন। দুঃশাসনের বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। চারদিক থেকে সরকারের পতনের আওয়াজ শোনা যাচ্ছে। কৃষক, শ্রমিক, পেশাজীবী,ব্যবসায়ীসহ সাধারণ জনগণ এখন অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে আছে। জোর করে আর নিশিরাতের সরকার ক্ষমতায় থাকতে পারবে না।

জোর করে আর নিশিরাতের সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেন রিজভী।

মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, মোস্তফা জামান প্রমুখ।

অন্যদিকে চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে সকাল ৭টায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে সায়েদাবাদ জনপথ সড়কে ঝটিকা মিছিল হয়।

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান বিপ্লব, সর্দার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম সোহেল, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু প্রমুখ।

এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানা শ্রমিক দলের ৮-১০ জন নেতাকর্মী সড়কে মিছিল করেন।

তৃতীয় দফায় ডাকা বিএনপির চলমান এ অবরোধ শেষ হবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়।