পুরান ঢাকার এক প্রভাবশালী বাড়িওয়ালা এক রিকশাওয়ালাকে প্রকাশ্যে মারধর করে গ্রেফতার হয়েছেন। নির্যাতিত সেই রিকশাওয়ালাকে খুঁজে না পাওয়ায় প্রভাবশালী সেই ব্যবসায়ীকে জামিন দেননি আদালত। তার মানে তার ঈদ কাটছে কারাগারেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন রিকশাচালককে পথচারীর মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ধারণ করা হয়েছে মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বংশাল এলাকায়।
ভিডিওটি কে বা কারা সর্বপ্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তা জানা না গেলেও একাধিক ফেসবুক আইডি থেকে পোস্ট করার পর তা নিয়ে আলোচনা শুরু হয় ফেসবুকে।
অনলাইনে নাগরিকরা ভিডিওটির নিচে নানাবিধ কমেন্ট করেন। যেখানে ফুটে উঠেছে সামাজিক শ্রেণীবিদ্বেষের প্রতি চরম ক্ষোভ। পলাশ মাহমুদ নামে একজন ফেসবুকে ভিডিওটি পোস্ট করে লিখেন- ‘লোকটি কি বেঁচে আছেন? রোজার মধ্যে এ কেমন নির্মমতা? গরিবের ওপর ধনীর ক্ষমতা দেখানো, দুর্বলের ওপর সবলের অত্যাচার; এভাবে কতদিন চলবে?’
কাজী শামীম হাসান নামে একজন লিখেন, ‘সবাই ভাবতেছিল লোকটা স্থানীয় নেতা। প্রতিবাদ করে আবার কোন বিপদে পড়ে। মানুষ প্রতিবাদ করতে ভয় পায় এখন, কারণ, খুব বড় ধরনের কিছু না হলে প্রতিবাদকারীর ই বিপদ হয়। এর কারণ, আইনের শাসনের অভাব।’
এমডি নাজমুল মিয়া লিখেন, ‘পুলিশ ভাইদের কে অনুরোধ করিতেছি যে, এই গরিবের ঘায়ে হাত তুলেছে, তাদেরকে, আইনের আওতায় আনা হোক।’