Dhaka বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় বিমান সংস্থা বেসরকারি খাতে বিক্রি করে দিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক :

লোকসানজনক সরকারি প্রতিষ্ঠানের সংস্কারের অংশ হিসেবে পাকিস্তান তাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ (পিআইএ) বেসরকারি খাতে বিক্রি করে দিচ্ছে।

বুধবার (৩ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর এটি বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে এবং টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুসারে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির আওতায় তহবিল সংগ্রহ ও নগদ অর্থের অপচয়কারী রাষ্ট্রায়ত্ত উদ্যোগগুলোকে সংস্কার করার জন্য সরকার ধুঁকতে থাকা জাতীয় বিমান সংস্থার ৫১-১০০ শতাংশ শেয়ার বিক্রি করতে চাইছে।

প্রায় দুই দশকের মধ্যে এটি হবে দেশের প্রথম বড় ‘বেসরকারিকরণ’। এই বিক্রয়ের জন্য চারটি দরদাতাকে প্রাক-যোগ্যতা দেওয়া হয়েছে: লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড।

রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভি নিউজের এক্স-পোস্টে করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় বিমান সংস্থার বেসরকারীকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সমস্ত কর্পোরেট সত্তা এবং কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘পিআইএ-এর নিলাম অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর, যা সমস্ত মিডিয়াতে সরাসরি সম্প্রচার করা হবে।’

এতে আরও বলা হয়, জাতীয় বিমান সংস্থার ‘হারানো মর্যাদা’ পুনরুদ্ধার এবং আধুনিক প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রক্রিয়াটি সুচারুভাবে এগিয়ে চলেছে। আমরা পিআইএর বেসরকারীকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং যোগ্যতা নিশ্চিত করছি।

শেহবাজ শরিফ বলেছেন, ‘আমি আশা করি, আপনাদের মধ্যে যারাই নিলামের পর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করবেন, তারা তাদের সমস্ত শক্তি জাতীয় বিমান সংস্থার সুনাম পুনরুদ্ধার এবং এর উন্নয়নে নিয়োজিত করবেন।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাষ্ট্রীয় বিমান সংস্থা বেসরকারি খাতে বিক্রি করে দিচ্ছে পাকিস্তান

প্রকাশের সময় : ১২:০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক :

লোকসানজনক সরকারি প্রতিষ্ঠানের সংস্কারের অংশ হিসেবে পাকিস্তান তাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ (পিআইএ) বেসরকারি খাতে বিক্রি করে দিচ্ছে।

বুধবার (৩ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর এটি বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে এবং টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুসারে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির আওতায় তহবিল সংগ্রহ ও নগদ অর্থের অপচয়কারী রাষ্ট্রায়ত্ত উদ্যোগগুলোকে সংস্কার করার জন্য সরকার ধুঁকতে থাকা জাতীয় বিমান সংস্থার ৫১-১০০ শতাংশ শেয়ার বিক্রি করতে চাইছে।

প্রায় দুই দশকের মধ্যে এটি হবে দেশের প্রথম বড় ‘বেসরকারিকরণ’। এই বিক্রয়ের জন্য চারটি দরদাতাকে প্রাক-যোগ্যতা দেওয়া হয়েছে: লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড।

রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভি নিউজের এক্স-পোস্টে করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় বিমান সংস্থার বেসরকারীকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সমস্ত কর্পোরেট সত্তা এবং কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘পিআইএ-এর নিলাম অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর, যা সমস্ত মিডিয়াতে সরাসরি সম্প্রচার করা হবে।’

এতে আরও বলা হয়, জাতীয় বিমান সংস্থার ‘হারানো মর্যাদা’ পুনরুদ্ধার এবং আধুনিক প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রক্রিয়াটি সুচারুভাবে এগিয়ে চলেছে। আমরা পিআইএর বেসরকারীকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং যোগ্যতা নিশ্চিত করছি।

শেহবাজ শরিফ বলেছেন, ‘আমি আশা করি, আপনাদের মধ্যে যারাই নিলামের পর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করবেন, তারা তাদের সমস্ত শক্তি জাতীয় বিমান সংস্থার সুনাম পুনরুদ্ধার এবং এর উন্নয়নে নিয়োজিত করবেন।’