আন্তর্জাতিক ডেস্ক :
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাবেন। সফরে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই দেশের সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে চীনের কর্মকর্তারা।
ক্রেমলিন বলেছে, দুই দেশের সর্বোচ্চ নেতা একটি ‘বিস্তৃত অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা’ নিয়ে আলোচনা করবেন।
শুক্রবার (১৭ মার্চ) এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, আলোচনা চলাকালীন রাশিয়া ও চীনের মধ্যে ব্যাপক অংশীদারিত্বের সম্পর্ক ও কৌশলগত সহযোগিতার আরও বিকাশের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় নথি স্বাক্ষর করা হবে।
ইউক্রেনে যুদ্ধ শেষ করতে চলতি মাসের শুরুর দিকেই মিত্র বেইজিং রাশিয়াকে প্রস্তাব দেয়। চীনের এই প্রস্তাবকে পশ্চিমারা উষ্ণ অভ্যর্থনা দিয়েছিলো। যদিও পশ্চিমারা বেইজিংকে সতর্ক করেছিল যে, মস্কোকে যেন অস্ত্র সরবরাহ না করা হয়। এমন আলোচনার মধ্যেই এবার রাশিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং।
বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুতিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত রাশিয়ায় থাকবেন। অর্থাৎ তার এই সফরটি হবে তিন দিনের।
আশা করা হচ্ছে, এই সফর দুই দেশের বেশ কয়েকটি ‘গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি’ স্বাক্ষরিত হবে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বৈঠকের উদ্দেশ্য দ্বিপাক্ষিক আস্থা আরও গভীর করা।
এর আগে যুদ্ধ বন্ধে বেইজিংয়ের দেওয়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ওই সময় তিনি বলেছিলেন, আমি আসলেই বিশ্বাস করতে চাই যে, রাশিয়াকে চীন অস্ত্র সরবরাহ করবে না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বেইজিং রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কথা বিবেচনা করছে। যদিও চীন এই দাবি অস্বীকার করে। সূত্র : বিবিসি।