আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ায় ৪৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া আন-২৪ মডেলের যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন দেশটির উদ্ধারকারীরা। দেশটির দূর প্রাচ্যের আমুর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এতে ৪০ থেকে ৫০ জন আরোহী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিমানটি সাইবেরিয়া-ভিত্তিক এয়ারলাইন্স আঙ্গারা পরিচালনা করছিল এবং চীন সীমান্তবর্তী টাইন্দা শহরের দিকে যাচ্ছিল।
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন।
১৯৫০ এর দশকে নির্মিত আন্তোনভ আন-২৪ উড়োজাহাজ সাধারণত যাত্রী ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয়। এখন পর্যন্ত এই মডেলের হাজারের বেশি উড়োজাহাজ তৈরি হয়েছে।
রাশিয়ায় এখন সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে এই ধরনের উড়োজাহাজ ব্যবহৃত হয়ে বলে জানিয়েছে আরটি।
বৃহস্পতিবার নিখোঁজ উড়োজাহাজটি পরিচালনা করছিল আঙ্গারা এয়ারলাইন্স, এ সংস্থাটি মূলত রাশিয়ার সুদূর পূর্বাঞ্চল ও পূর্ব সাইবেরিয়াজুড়ে যাত্রীবাহী বিমান চালায়।