Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাশমিকার পর এবার ডিপফেকের শিকার কাজল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
  • ২০২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সামাজিক মাধ্যমের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। খ্যাতির পাল্লা ভারি করার মতো জীবন দুঃসহ করে তুলতেও যথেষ্ট ভূমিকা রাখে। তবে সাধারণ মানুষজনের চেয়ে তারকাদের জন্য বেশি ক্ষতিকর এটি।

কয়েক দিন আগে ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। যদিও এটি ডিপফেক ভিডিও। কিন্তু আপাতদৃষ্টিতে তা বোঝা কঠিন। এবার একই জটিলতায় পড়লেন বলিউড অভিনেত্রী কাজল। ডিপফেক ভিডিও ফাঁস হয়েছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্যামেরার সামনে কাজল পোশাক বদলাচ্ছেন। কয়েক দিন আগে কাজলের এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। রাশমিকার মতো এ ভিডিও দেখেও বোঝার উপায় নেই এই নারী কাজল নন। এই ভিডিও ভাইরাল হতেই সাইবার সেল নড়েচড়ে বসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভিডিও একেবারেই ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং ভিডিওটিও বেশ পুরনো।

ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম বুমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভিডিওটি আসলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের রোজি ব্রীনের। গত ৫ জুন ‘গেট রেডি উইথ মি’ ট্রেন্ডের সময় তিনি টিকটকে ভিডিওটি পোস্ট করেছিলেন। রোজির শরীরে কাজলের মুখ বসানো হয়েছে।

ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটগুলো দাবি করেছে, এসব ভিডিও এআই-এর সাহায্যে পরিবর্তন করা হয়। এ ধরনের টুল ব্যবহার করে, অন্য কারো মুখ ভিডিওতে বসানো যায়। এতে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকে এগুলোকে সত্যিকারের ভিডিও মনে করেন।

এর আগে রাশমিকার ডিপফেক ভিডিওতে দেখা গিয়েছিল, কালো পোশাক পরে লিফট্ থেকে বেরিয়ে আসছেন রাশমিকা। পরনে কালো রঙের পোশাক, যদিও সেটি বেশ কুরুচিকর। অভিনেত্রীর বক্ষবিভাজিকাও স্পষ্ট দেখা যাচ্ছে। শুধু তাই নয়, অভিনেত্রীর ঊরুও স্পষ্ট সেই পোশাকে। এরইমধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে।

একই সপ্তাহে ক্যাটরিনারও আপত্তিকর ছবি তৈরি করা হয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই ব্যবহার করে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাইগার ৩’ ছবির একটি দৃশ্য নিয়ে তৈরি করা হয়েছিল ছবিটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

রাশমিকার পর এবার ডিপফেকের শিকার কাজল

প্রকাশের সময় : ০৫:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

সামাজিক মাধ্যমের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। খ্যাতির পাল্লা ভারি করার মতো জীবন দুঃসহ করে তুলতেও যথেষ্ট ভূমিকা রাখে। তবে সাধারণ মানুষজনের চেয়ে তারকাদের জন্য বেশি ক্ষতিকর এটি।

কয়েক দিন আগে ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। যদিও এটি ডিপফেক ভিডিও। কিন্তু আপাতদৃষ্টিতে তা বোঝা কঠিন। এবার একই জটিলতায় পড়লেন বলিউড অভিনেত্রী কাজল। ডিপফেক ভিডিও ফাঁস হয়েছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্যামেরার সামনে কাজল পোশাক বদলাচ্ছেন। কয়েক দিন আগে কাজলের এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। রাশমিকার মতো এ ভিডিও দেখেও বোঝার উপায় নেই এই নারী কাজল নন। এই ভিডিও ভাইরাল হতেই সাইবার সেল নড়েচড়ে বসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভিডিও একেবারেই ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং ভিডিওটিও বেশ পুরনো।

ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম বুমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভিডিওটি আসলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের রোজি ব্রীনের। গত ৫ জুন ‘গেট রেডি উইথ মি’ ট্রেন্ডের সময় তিনি টিকটকে ভিডিওটি পোস্ট করেছিলেন। রোজির শরীরে কাজলের মুখ বসানো হয়েছে।

ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটগুলো দাবি করেছে, এসব ভিডিও এআই-এর সাহায্যে পরিবর্তন করা হয়। এ ধরনের টুল ব্যবহার করে, অন্য কারো মুখ ভিডিওতে বসানো যায়। এতে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকে এগুলোকে সত্যিকারের ভিডিও মনে করেন।

এর আগে রাশমিকার ডিপফেক ভিডিওতে দেখা গিয়েছিল, কালো পোশাক পরে লিফট্ থেকে বেরিয়ে আসছেন রাশমিকা। পরনে কালো রঙের পোশাক, যদিও সেটি বেশ কুরুচিকর। অভিনেত্রীর বক্ষবিভাজিকাও স্পষ্ট দেখা যাচ্ছে। শুধু তাই নয়, অভিনেত্রীর ঊরুও স্পষ্ট সেই পোশাকে। এরইমধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে।

একই সপ্তাহে ক্যাটরিনারও আপত্তিকর ছবি তৈরি করা হয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই ব্যবহার করে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাইগার ৩’ ছবির একটি দৃশ্য নিয়ে তৈরি করা হয়েছিল ছবিটি।