আন্তর্জাতিক ডেস্ক :
জার্মানির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (ডিডব্লিউডি) বুধবার (১৬ আগস্ট) বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল। কিন্তু পর্যাপ্ত সময়ের অভাবে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষে যাত্রীদুর্ভোগ এড়ানোর ব্যবস্থা করা সম্ভব হয়নি।
স্থানীয় সময় সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজ্যের কিছু অঞ্চলের প্রতি বর্গমিটারে ৬০ লিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে মাত্র এক ঘণ্টায় ২৫ হাজারেরও বেশি বজ্রপাতের খবর দেয় হেসে রুন্ডফুঙ্ক।
প্রকৃতির এই আকস্মিক বিরূপতার প্রভাব জার্মানির সবচেয়ে বড় বিমানবন্দরেও পড়ে। ফলে রানওয়েতে পানি জমতে শুরুর সময়ে কয়েকটি উড়োজাহাজ অবতরণ করলেও যাত্রীরা নামতে পারেননি।
এমন পরিস্থিতিতেই ফ্রাঙ্কফুর্টের আকাশসীমার দিকে এগিয়ে আসতে থাকে উড়োজাহাজ। জরুরি বার্তা পাঠানো হয় সেসব উড়োজাহাজে। তাতে অন্তত ২৩টি উড়োজাহাজের যাত্রীরা মাটিতে নেমেও দীর্ঘক্ষণ বিমানে বসে থাকার দুর্ভোগ থেকে রেহাই পান।
এসব উড়োজাহাজ ফ্রাঙ্কফুর্ট থেকে মুখ ঘুরিয়ে গিয়ে নামে অন্য এয়ারপোর্টে। প্রাথমিকভাবে ৭০টি ফ্লাইট বাতিল করার কথা জানায় ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিবৃতির আগেই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, রানওয়েতে অথৈ পানি, সেই পানিতে ঠায় দাঁড়িয়ে আছে কয়েকটি উড়োজাহাজ।