Dhaka মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজা বেশেই ফিরলেন নেইমার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • ২১২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

রাজার বেশেই ফিরলেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার প্রায় পাঁচ মাস পর মাঠে ফিরে করলেন জোড়া গোল। পিএসজির জয়টা এলো তার উজ্জ্বল পারফরম্যান্সেই।

রাজার বেশেই ২০১৭ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। সে সময় তাকে ঘিরে ক্লাবটির কত স্বপ্ন ছিল। শুরুর দিকে ভালো সময়ই পার করেন এই ব্রাজিলিয়ান; কিন্তু ধীরে ধীরে সেটি হতাশায় রূপ নেয়। নিয়মিত চোটে পড়া, মাঠের বাইরের নানা বিতর্ক আর অফফর্ম পিএসজির সঙ্গে তার দূরত্ব তৈরি করে। একসময় তাকে বেচার জন্য কম দৌড়ঝাঁপ করেনি পিএসজি। তবে মেসির ক্লাব ত্যাগ আর এমবাপেকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে প্যারিস জায়ান্টসদের আশা ভরসা যে হতে পারেন এক নেইমারই, সেটিই যেন দেখালেন সেলেসাও তারকা।

প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে দক্ষিণ কোরিয়ার বুসান আসাইদ স্টেডিয়ামে স্থানীয় ক্লাব জেওনবাকের মুখোমুখি হয়েছিল পিএসজি। যেখানে স্বাগতিক ক্লাবটির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ফরাসি জায়ান্টসরা।

বুসন এশিয়াড মেইন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারিস জায়ান্টরা প্রাক মৌসুম সফরে এই প্রথম জয়ের দেখা পায়। ফেব্রুয়ারি মাসে ইনজুরিতে পড়ার পর এই ম্যাচ দিয়ে পিএসজির হয়ে প্রথম মাঠে নামেন ব্রাজিলীয় তারকা নেইমার। ম্যাচের ৩৯ মিনিটে সফল হন নেইমার। গোল করে এগিয়ে দেন পিএসজিকে। বক্সের ভেতর বল নিয়ে ডিফ্লেক্টেড শটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন তিনি। ফলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি।

বিরতির পর একাদশে বড়সড় রদবদল আনেন পিএসজি কোচ। তবে নেইমারকে ঠিকই রেখে দেন মাঠে। ম্যাচের ৮৩ মিনিটে ফ্যাবিয়ান রুইজের অ্যাসিস্ট থেকে বল পেয়ে ফের লক্ষ্যভেদের মাধ্যমে পিএসজিকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন নেইমার।

শুধু গোল করেই নয়, দলের জয়ে অবদান রেখেছেন গোল করিয়েও। ৮৮ মিনিটে মার্কো আসেনসিওর গোলটি এসেছে তাঁরই দুর্দান্ত এক পাস থেকে। দলবদলের নাটকের কারণে কিলিয়ান এমবাপ্পেকে এশিয়া সফরের দলে রাখেনি পিএসজি। তবে আরেক এমবাপ্পে, কিলিয়ানের ভাই এথান ছিলেন শুরুর একাদশেই।

বড় স্বপ্ন নিয়ে ২০১৭ সালে নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। পারফরম্যান্স খারাপ ছিল না। কিন্তু একের পর এক চোট তাকে দলে অনিয়মিত করে দেয়। গত মৌসুমের বেশিরভাগ সময়ই চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে নেইমারকে। প্রাক মৌসুমের শুরুর ম্যাচগুলোতেও খেলতে পারেননি। অবশেষে মাঠে ফিরলেন।

আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে লিগ ওয়ানের নতুন মৌসুম। আশা করা যাচ্ছে, প্রথম ম্যাচ থেকেই পিএসজির জার্সিতে মাঠে দেখা যাবে নেইমারকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাজা বেশেই ফিরলেন নেইমার

প্রকাশের সময় : ০৭:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

রাজার বেশেই ফিরলেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার প্রায় পাঁচ মাস পর মাঠে ফিরে করলেন জোড়া গোল। পিএসজির জয়টা এলো তার উজ্জ্বল পারফরম্যান্সেই।

রাজার বেশেই ২০১৭ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। সে সময় তাকে ঘিরে ক্লাবটির কত স্বপ্ন ছিল। শুরুর দিকে ভালো সময়ই পার করেন এই ব্রাজিলিয়ান; কিন্তু ধীরে ধীরে সেটি হতাশায় রূপ নেয়। নিয়মিত চোটে পড়া, মাঠের বাইরের নানা বিতর্ক আর অফফর্ম পিএসজির সঙ্গে তার দূরত্ব তৈরি করে। একসময় তাকে বেচার জন্য কম দৌড়ঝাঁপ করেনি পিএসজি। তবে মেসির ক্লাব ত্যাগ আর এমবাপেকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে প্যারিস জায়ান্টসদের আশা ভরসা যে হতে পারেন এক নেইমারই, সেটিই যেন দেখালেন সেলেসাও তারকা।

প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে দক্ষিণ কোরিয়ার বুসান আসাইদ স্টেডিয়ামে স্থানীয় ক্লাব জেওনবাকের মুখোমুখি হয়েছিল পিএসজি। যেখানে স্বাগতিক ক্লাবটির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ফরাসি জায়ান্টসরা।

বুসন এশিয়াড মেইন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারিস জায়ান্টরা প্রাক মৌসুম সফরে এই প্রথম জয়ের দেখা পায়। ফেব্রুয়ারি মাসে ইনজুরিতে পড়ার পর এই ম্যাচ দিয়ে পিএসজির হয়ে প্রথম মাঠে নামেন ব্রাজিলীয় তারকা নেইমার। ম্যাচের ৩৯ মিনিটে সফল হন নেইমার। গোল করে এগিয়ে দেন পিএসজিকে। বক্সের ভেতর বল নিয়ে ডিফ্লেক্টেড শটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন তিনি। ফলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি।

বিরতির পর একাদশে বড়সড় রদবদল আনেন পিএসজি কোচ। তবে নেইমারকে ঠিকই রেখে দেন মাঠে। ম্যাচের ৮৩ মিনিটে ফ্যাবিয়ান রুইজের অ্যাসিস্ট থেকে বল পেয়ে ফের লক্ষ্যভেদের মাধ্যমে পিএসজিকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন নেইমার।

শুধু গোল করেই নয়, দলের জয়ে অবদান রেখেছেন গোল করিয়েও। ৮৮ মিনিটে মার্কো আসেনসিওর গোলটি এসেছে তাঁরই দুর্দান্ত এক পাস থেকে। দলবদলের নাটকের কারণে কিলিয়ান এমবাপ্পেকে এশিয়া সফরের দলে রাখেনি পিএসজি। তবে আরেক এমবাপ্পে, কিলিয়ানের ভাই এথান ছিলেন শুরুর একাদশেই।

বড় স্বপ্ন নিয়ে ২০১৭ সালে নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। পারফরম্যান্স খারাপ ছিল না। কিন্তু একের পর এক চোট তাকে দলে অনিয়মিত করে দেয়। গত মৌসুমের বেশিরভাগ সময়ই চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে নেইমারকে। প্রাক মৌসুমের শুরুর ম্যাচগুলোতেও খেলতে পারেননি। অবশেষে মাঠে ফিরলেন।

আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে লিগ ওয়ানের নতুন মৌসুম। আশা করা যাচ্ছে, প্রথম ম্যাচ থেকেই পিএসজির জার্সিতে মাঠে দেখা যাবে নেইমারকে।