ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া বালিকা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভুত মারা খালের ওপর থাকা সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীসহ স্থানীয়দের চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।
জানা গেছে, সেতুটির প্লেট নড়বড়ে হয়ে গেছে, রেলিং ভেঙে পড়েছে, আর নিচের কাঠামো প্রায় ধসে পড়ার অবস্থায়। প্রতিদিন এই সেতু দিয়ে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার সাধারণ মানুষ পারাপার হন। কিন্তু সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন বলেন, আমার বাড়িও এই সেতুর অপর পাশে। প্রতিদিন শিক্ষার্থীরা ভয়ে ভয়ে এই সেতু পার হয়। সেতুটি যদি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তবে খালের ওপারে থাকা প্রায় ৪০-৪৫টি পরিবারের শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে।
স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণ করা হলেও সেতুটি সংস্কারে আজও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বর্ষা মৌসুমে সেতু পার হতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় থাকেন এলাকাবাসী।
এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও খালের ওপারে বসবাসকারী পরিবারগুলো। তারা বলেন, এটি শুধু একটি সেতু নয়, বরং পুরো একটি এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনরেখা। সেতুটি পুনর্র্নিমাণ বা সংস্কারে অবহেলা করা হলে অচিরেই বড় দুর্ঘটনা ঘটতে পারে।
অবিলম্বে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও এলজিইডির হস্তক্ষেপ চেয়ে এলাকাবাসী জানান, আমরা আর কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা চাই না, চাই একটি নিরাপদ চলাচলের সেতু।
এ বিষয়ে উপজেলা এলইজিডির প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, ইতোমধ্যে সেতু নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। আশা করি দ্রুত সমাধান হবে।