Dhaka রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার রেনী এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মাইশা সামিহা জামানের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৪১ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ব্যাংক হিসাবে অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন, সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের বিষয়ে অভিযোগ রয়েছে; যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২ (শ) ধারা মোতাবেক সম্পৃক্ত অপরাধ। অভিযুক্ত খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন অপরাধ থেকে পাওয়া অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর, সম্পদ অর্জন ও ভোগ বিলাসের ব্যবহার করেছে মর্মে প্রাথমিকভাবে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। বিষয়টির অনুসন্ধান কার্যক্রম চলমান। এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ৪১টি ব্যাংক হিসাবে জমা অপরাধের অর্থ অভিযুক্ত ব্যক্তিরা যেন উঠিয়ে পাচার বা অন্য জায়গায় স্থানান্তর করতে না পারে সে জন্য অবরুদ্ধ করা প্রয়োজন।

জাতীয় নেতা এ এইচ এম কামরুজ্জামানের ছেলে লিটন ১৯৮৪ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন। ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (পবা-বোয়ালিয়া) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন।

লিটন ২০০৮ সালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে ২০১৮ ও ২০২৩ সালে তিনি একই পদে জয়ের মুখ দেখেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্যান্য নগর সংস্থার মতো রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে লিটন অপসারিত হন। তিনি ২০২১ সালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী রেনী রাজশাহী মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

এর আগে দুদকের আবেদনে গত ৬ মার্চ খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার, মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিএনপির প্রার্থীর সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশের সময় : ০১:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার রেনী এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মাইশা সামিহা জামানের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৪১ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ব্যাংক হিসাবে অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন, সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের বিষয়ে অভিযোগ রয়েছে; যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২ (শ) ধারা মোতাবেক সম্পৃক্ত অপরাধ। অভিযুক্ত খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন অপরাধ থেকে পাওয়া অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর, সম্পদ অর্জন ও ভোগ বিলাসের ব্যবহার করেছে মর্মে প্রাথমিকভাবে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। বিষয়টির অনুসন্ধান কার্যক্রম চলমান। এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ৪১টি ব্যাংক হিসাবে জমা অপরাধের অর্থ অভিযুক্ত ব্যক্তিরা যেন উঠিয়ে পাচার বা অন্য জায়গায় স্থানান্তর করতে না পারে সে জন্য অবরুদ্ধ করা প্রয়োজন।

জাতীয় নেতা এ এইচ এম কামরুজ্জামানের ছেলে লিটন ১৯৮৪ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন। ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (পবা-বোয়ালিয়া) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন।

লিটন ২০০৮ সালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে ২০১৮ ও ২০২৩ সালে তিনি একই পদে জয়ের মুখ দেখেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্যান্য নগর সংস্থার মতো রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে লিটন অপসারিত হন। তিনি ২০২১ সালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী রেনী রাজশাহী মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

এর আগে দুদকের আবেদনে গত ৬ মার্চ খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার, মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।