Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা, আটক ১০

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। পরে আশেপাশে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় পুলিশের কোনো সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি ।

বুধবার দুপুরে (৩১ জুলাই) নগরীর মহিষবাথান এলাকায় রাজপাড়া থানা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াকিউর রহমান শাওন, তানভীর আনজুম রাকিন ও রবিন। তবে তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজশাহীর আদালতের সামনে সমাবেশ করার একটি তথ্য ছিল। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয়, আদালত চত্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়ে ছিল। বিকেল পৌনে ৩টার দিকে মহিষবাথানের একটি গলি সড়কের ভেতর দিয়ে পুলিশের টহল গাড়িটি আসছিল। এ সময় দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় গাড়ির সামনের কাচের অংশ ইট পাটকেলের আঘাতে ভেঙ্গে যায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে দুর্বৃত্তদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ।

রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, আমাদের একটি গাড়ি টহলরত অবস্থায় ছিল। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা সেই গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য এসে দুর্বৃত্তদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এই ঘটনায় কোনো পুলিশের কেউ আহত হননি। তবে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাইবাছাই শেষে পরে বিস্তারিত জানানো হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা, আটক ১০

প্রকাশের সময় : ১০:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। পরে আশেপাশে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় পুলিশের কোনো সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি ।

বুধবার দুপুরে (৩১ জুলাই) নগরীর মহিষবাথান এলাকায় রাজপাড়া থানা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াকিউর রহমান শাওন, তানভীর আনজুম রাকিন ও রবিন। তবে তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজশাহীর আদালতের সামনে সমাবেশ করার একটি তথ্য ছিল। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয়, আদালত চত্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়ে ছিল। বিকেল পৌনে ৩টার দিকে মহিষবাথানের একটি গলি সড়কের ভেতর দিয়ে পুলিশের টহল গাড়িটি আসছিল। এ সময় দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় গাড়ির সামনের কাচের অংশ ইট পাটকেলের আঘাতে ভেঙ্গে যায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে দুর্বৃত্তদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ।

রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, আমাদের একটি গাড়ি টহলরত অবস্থায় ছিল। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা সেই গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য এসে দুর্বৃত্তদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এই ঘটনায় কোনো পুলিশের কেউ আহত হননি। তবে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাইবাছাই শেষে পরে বিস্তারিত জানানো হবে।