Dhaka শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে চারঘাট উপজেলার শিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে শিমুল আক্তার তুহিন (২৫), একই গ্রামের মিলনের ছেলে মারুফ (১৮) এবং এসকে বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।

পুলিশ ও স্থানীরা জানান, বিকেলে তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে শিশাতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তুহিন ও শিমুল মারা যান। স্থানীয়রা গুরুতর আহত মারুফকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি চালকসহ পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।

আবহাওয়া

রাজশাহীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত

রাজশাহীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত

প্রকাশের সময় : ০৯:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে চারঘাট উপজেলার শিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে শিমুল আক্তার তুহিন (২৫), একই গ্রামের মিলনের ছেলে মারুফ (১৮) এবং এসকে বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।

পুলিশ ও স্থানীরা জানান, বিকেলে তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে শিশাতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তুহিন ও শিমুল মারা যান। স্থানীয়রা গুরুতর আহত মারুফকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি চালকসহ পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।